Sunday 5 April 2020

ইস্পাতনগরীতে করোনা লকডাউনে অসহায় প্রতিবন্ধি ও বস্তিবাসিদের পাশে বিভিন্ন সংগঠন ।




দুর্গাপুর,৫ই এপ্রিল : করোনা সংক্রমন ঠেকাতে সারা দেশে চলছে লকডাউন । কেন্দ্র ও রাজ্য সরকারের রকমারি প্রতিশ্রুতি থাকলেও সমস্যায় পড়েছেন অসহায় প্রতিবন্ধি-দিনমজুর-বস্তিবাসিরা । অর্থাভাবে খাবার ঠিক মতন জোটাতে তারা হিমসিম হচ্ছেন । সরকারি সাহায্যের স্বল্পতার জন্য এই অসহায় মানুষের পাশে দাঁড়ালো বিভিন্ন সংগঠন । আজ বিকালে পঃ বঙ্গ রাজ্য প্রতিবন্ধি সম্মিলনীর দুর্গাপুর ইস্পাত শাখার পক্ষ থেকে সংগঠনের দফ্তরে ৩০ জন প্রতিবন্ধি ব্যক্তির হাতে চাল-ডাল-তেল-আলু-পেঁয়াজ-সাবান সহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় জিনিষ তুলে দেওয়া হল । এই কাজে সংগঠনে কে আর্থিক সহায়তা করার জন্য এগিয়ে আসে দুর্গাপুর ইস্পাত ও অ্যালয় স্টিল প্ল্যান্টের সি.আই.টি.ইউ-ভূক্ত বিভিন্ন ইউনিয়ন সহ এস.ডব্লু.এফ.আই এবং বিভিন্ন ব্যক্তিবর্গ । প্রতিবন্ধি ব্যক্তিদের হাতে জিনিষ-পত্র তুলে দেন ললিত মিশ্র,নিমাই ঘোষ,কালি সান্যাল,প্রকাশতরু চক্রবর্তি,গৌতম ঘোষ,আকাশতরু চক্রবর্তি,প্রীতম দে,গুরুদাস ব্যানার্জি প্রমুখ।অন্যদিকে দিনমজুর পরিবারগুলির পাশে দাঁড়ালো দুর্গাপুরের সাংস্কৃতিক বিজ্ঞান আন্দোলনের কর্মীরা।করোনা ভাইরাসকে প্রতিহত করতে লক-ডাউন ব্যবস্থার জেরে দিন আনা দিন খাওয়া মজুরদের মধ্যে যাঁরা একেবারেই নিরন্ন জীবন যাপন করছেন তাঁদের হাতে খাদ্য সামগ্রী পৌঁছে দিল দুর্গাপুরের সাংস্কৃতিক বিজ্ঞান আন্দোলনের কর্মীরা।আজ সকালে সেইল সমবায় অঞ্চলে কবিগুরু সরণীতে পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘ ইস্পাত এক, পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ এবং রবীন্দ্র নজরুল সুকান্ত সাংস্কৃতিক মঞ্চ সেইল সমবায় আবাসন- এর পক্ষ থেকে সংলগ্ন বস্তিবাসী কর্মহীন দিনমজুরদের পরিবারের হাতে চাল ডাল নুন তেল সবজি সাবান তুলে দেওয়া হয়। গরীব অভুক্ত মানুষদের খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়ার সরকারী ঘোষণা যে সকলের হাতে পৌঁছচ্ছে না তা খাদ্য সংগ্রাহকদের কথাতেই উঠে আসে। স্বভাবতই তাঁরা এই সহায়তার জন্য উদ্যোক্তাদের ধন্যবাদ অভিনন্দন জানান।অনুষ্ঠানে পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘের পশ্চিম বর্ধমান জেলা কমিটির যুগ্ম সম্পাদক সীমান্ত তরফদার, ইস্পাত এক কমিটির দীপক দেব, কার্তিক দাস, সলিল দাসগুপ্ত, বাণী পাল, পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের সুব্রত সিনহা, অনুপম মজুমদার, রবীন্দ্র নজরুল সুকান্ত সাংস্কৃতিক মঞ্চের বেনু দাসগুপ্ত, বিশ্বনাথ ঘোষ, অমল হাটি, পি কে চ্যাটার্জি, শান্তি মন্ডল এবং নিয়ম মেনে সঠিক দূরত্ব বজায় রেখে কিছু সাধারণ মানুষও উপস্থিত ছিলেন।
 করোনা লকডাউনের মাঝে দরিদ্র মানুষদের নিত্যপ্রয়োজনীয় জিনিষপত্র জুগিয়ে গত ৩১শে মার্চ থেকে লাগাতার সহায়তা করছে স্বেচ্ছাসেবী সংস্হা দুর্গাপুর আড্ডা ইয়ং অ্যাসোঃ । দুর্গাপুর ও সংলগ্ন অঞ্চলে এযাবৎ ৪০০ জন মানুষ কে সহায়ত করেছে এই স্বেচ্ছাসেবী সংস্হা । 

















No comments:

Post a Comment