Saturday 11 April 2020

করোনা লক ডাউনের সময় পূর্ণ মজুরির দাবিতে অ্যালয় স্টিলে ঠিকা শ্রমিকদের বিক্ষোভ : শ্রমদফ্তর ও সেইল কে চিঠি দিলেন তপন সেন ।




দুর্গাপুর,১১ই এপ্রিল :কেন্দ্রিয় সরকারের ঘোষনা অনুসারে করোনা লক ডাউনের সময় পূর্ণ মজুরির প্রদানের ক্ষেত্রে কর্তৃপক্ষের টালবাহান কে কেন্দ্র করে অ্যালয় স্টিল প্ল্যান্টের ঠিকা শ্রমিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে গতকাল ঠিকা শ্রমিকদের সংগঠন এএসপিসিইউ ( সি.আই.টি.ইউ ) এর পক্ষ থেকে  লক ডাউনের সময় পূর্ণ মজুরির দাবিতে অ্যালয় স্টিলের কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি জমা দেওয়া হয় আজ সকালে অ্যালয় স্টিলের ঠিকা শ্রমিকরা কারখানার মেইন গেটে বিক্ষোভ দেখান সংহতি জানিয়ে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনয়ন ( সি.আই.টি.ইউ ) এর পক্ষে উপস্হিত ছিলেন বিশ্বরূপ ব্যানার্জি,দিপক ঘোষ সহ অন্যান্য নেতৃবৃন্দ এবং দুর্গাপুর ইস্পাত ও অ্যালয় স্টিলের যুগ্ম ইডি ( পি অ্যান্ড এ ) কে অবিলম্বে হস্তক্ষেপের জন্য জোড়ালো দাবি জানান । ইতিমধ্যে সি.আই.টি.ইউ এর সর্বভারতীয় সম্পাদক তপন সেন কেন্দ্রিয় শ্রমদফ্তর সেইল এর চেয়ারম্যান কে চিঠি দিয়ে করোনা লক ডাউনের সময় ঠিকা শ্রমিকদের পূর্ণ মজুরির দাবি জানান। পরে সি.আই.টি.ইউ  এর পক্ষ থেকে ললিত মোহন মিশ্রর নেতৃত্বে এক প্রতিনিধি দল অ্যালয় স্টিলের ইডি সাথে দেখা করলে কর্তৃপক্ষ সেইল এর নির্দেশিকা পেলেই করোনা লক ডাউনের সময় ঠিকা শ্রমিকদের পূর্ণ মজুরি দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দিলে আপাতত আশংকা দুর হয়েছে সি.আই.টি.ইউ এর পক্ষ থেকে বিজয় সাহা  আশাপ্রকাশ করেছেন যে খুব শীঘ্রই সমস্যার সমাধান হবে এর পরে বি-শিফটে ঠিকা শ্রমিকরা কাজে যোগদান করেন । 





No comments:

Post a Comment