Monday 20 April 2020

উচ্ছেদ হওয়া ও কাজ হারানো শ্রমিকদের পাশে দাঁড়িয়ে লাগাতার সাহায্য করছে সি.আই.টি.ইউ ।




দুর্গাপুর,২০শে এপ্রিল : ২০১১ সালে পশ্চিম বঙ্গের রাজনৈতিক পট-পরিবর্তনের  সাথে সাথে দুর্গাপুর ইস্পাত কারখানা,মনেট কারখানা সহ বিভিন্ন সংস্হা থেকে হাজার হাজার শ্রমিক/ঠিকা শ্রমিক উচ্ছেদ হয়েছিলেন । অন্যদিকে কারখানা বন্ধ ও করোনা লকডাউন এর জন্য কাজ হারিয়েছেন বহু শ্রমিক । বিপদাপন্ন এই শ্রমিক পরিবারবর্গের পাশে দাঁড়িয়ে লাগাতার সাহায্য করছে সি.আই.টি.ইউ-ভূক্ত দুর্গাপুর ইস্পাত ট্রেড ইউনিয়ন সমন্বয় কমিটি । আজ সকালে ইস্পাতনগরীর ট্রাঙ্ক রোডে চিত্তব্রত মজুমদার ভবনে আটশো পরিবারের হাতে খাদ্যদ্রব্য-সাবান-মাস্কের মতো প্রয়োজনীয় জিনিষ তুলে দেওয়া হয় । উপস্হিত ছিলেন দুর্গাপুর ( পূর্ব )-এর বিধায়ক সন্তোষ দেবরায়,নির্মল ভট্টাচার্য,সুবীর সেনগুপ্ত,বিশ্বরূপ ব্যানার্জি সহ অন্যান্য নেতৃবৃন্দ ।এর আগে গত ১৬ই এপ্রিল অনুরূপভাবে পাঁচশো পরিবারের হাতে খাদ্যদ্রব্য-সাবান-মাস্কের মতো প্রয়োজনীয় জিনিষ তুলে দেওয়া হয় । উল্ল্যেখযোগ্য বিষয় হোল যে দুর্গাপুর ( পূর্ব )-এর বিধায়ক সন্তোষ দেবরায় ইতিমধ্যে তার অবসরের সঞ্চয়ের থেকে ষাট হাজার টাকা ব্যয় করে ২০ কুইন্ট্যাল চাল সমগ্র দুর্গাপুরের দরিদ্র মানুষের জন্য দান করেছেন । এছাড়াও তিনি বিধায়ক তহবিল থেকে তিনি ৬০ লক্ষ টাকা করোনা চিকিৎসা ও দরিদ্র মানুষের খাদ্যদ্রব্য বিতরনের জন্য দান করেছেন যা পশ্চিম বঙ্গের বিধায়কদের মধ্যে সর্বোচ্চ । কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে রাজ্য সরকার সেই টাকা এখনও খরচ না করে ফেলে রেখেছে । সন্তোষ দেবরায় অবিলম্বে এই টাকা খরচের দাবি জানিয়ে পশ্চিম বর্ধমান জেলা শাসকের কাছে চিঠি দিয়েছেন । 

 












No comments:

Post a Comment