Tuesday 5 May 2020

ইস্পাতনগরীতে পালিত হল বৈজ্ঞানিক সমাজতন্ত্রের প্রবক্তা মহান দার্শনিক কার্ল মার্কসের ২০৩তম জন্মদিবস ।




দুর্গাপুর,৫ই মে : মানব সমাজে শ্রেনী-শোষন থেকে মুক্তির লক্ষ্যে বৈজ্ঞানিক সমাজতন্ত্রের প্রবক্তা মহান দার্শনিক কার্ল মার্কসের ২০৩তম জন্মদিবস পালিত হল ইস্পাতনগরীতে । এই উপলক্ষ্যে আশিস-জব্বার ভবনে কার্ল মার্কসের প্রতিকৃতিতে মাল্যদান করে বৈজ্ঞানিক সমাজতন্ত্র প্রতিষ্ঠায়  বৈপ্লবিক অঙ্গীকার করা হয় । মাল্যদান করেন সন্তোষ দেবরায়,নির্মল ভট্টাচার্য,সুবীর সেনগুপ্ত,দিপক ঘোষ সহ অন্যান্য নেতৃবৃন্দ । এই উপলক্ষ্যে অন্য একটি অনুষ্ঠানে ভারতের কমিউনিস্ট পার্টি ( মার্কসবাদি)-র দুর্গাপুর ইস্পাত ২ এরিয়া কমিটির দপ্তরে কার্ল মার্কসের প্রতিকৃতিতে মাল্যদান কর্মসূচী পালন করার সাথে সাথে ৩০০টি পরিবার কে খাদ্যদ্রব্যের সামগ্রী দিয়ে সহায়তা করা হয় । উপস্হিত ছিলেন সন্তোষ দেবরায়, সুবীর সেনগুপ্ত,স্বপন ব্যানার্জী,আল্পনা চৌধুরী,স্বপন সরকার প্রমুখ ।










No comments:

Post a Comment