Friday 8 May 2020

বিধায়কের সক্রিয় চেষ্টায় মিলল প্রশাসনের অনুমতি : ৩ জেলার থ্যালাসমিয়া রোগীরা পেলেন রক্ত,অনুষ্ঠিত হল রক্তদান শিবির ।




দুর্গাপুর,৮ই মে : আজ বিশ্ব থ্যালাসেমিয়া দিবস । এই উপলক্ষ্যে “দুর্গাপুর সোসাইটি ফর প্রিভেনশন অফ থ্যালাসেমিয়া অ্যান্ড এডস” এর পক্ষ থেকে আজ সন্ধ্যায় ইস্পাতনগরীর পাঁচ মাথা মোড়ের কাছে সংস্হার দফ্তরে রক্তদান শিবির আয়োজন করা হয় । প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে ৯ জন মহিলা সহ ২২জন রক্তদান করেছেন । সহায়তা করেছেন দুর্গাপুর মহকুমা ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরাম ও বিধান নগর মহকুমা হাসপাতাল ।
   করোনা মহামারী ও লক ডাউনের মাঝে সংকটজনক অবস্হার মুখোমুখি হয়েছেন থ্যালাসেমিয়া রোগীরা । এই অবস্হায় সংস্হার পক্ষ থেকে দুর্গাপুর ( পূর্ব)-এর বিধায়ক সন্তোষ দেবরায় সাথে যোগাযোগ করা হলে বিধায়ক তৎক্ষণাৎ প্রশাসনের সাথে যোগাযোগ করেন এবং প্রয়োজনীয় অনুমতি আদায় করেন । এর ফলে আজকের রক্তদান শিবির আয়োজন করার অনুমতির পাওয়ার সাথে সাথে গত এপ্রিল মাসে ১২জন থ্যালাসেমিয়া রোগী সংস্হার উদ্যোগে বিধান নগর মহকুমা হাসপাতালে রক্ত গ্রহন করার সুযোগ পেয়ে যান । সহায়তা করেছেন দুর্গাপুর মহকুমা ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরাম ও বিধান নগর মহকুমা হাসপাতাল । আজকের রক্তদান শিবিরে উপস্হিত ছিলেন সন্তোষ দেবরায়,প্রদীপ চক্রবর্তি,গোপীরঞ্জন বসু ,কালি সান্যাল প্রমুখ।







No comments:

Post a Comment