Wednesday 3 November 2021

দীপাবলি উপলক্ষ্যে ইস্পাতনগরীতে মার্কসীয় ও প্রগতিশীল সাহিত্যের বুকস্টলের উদ্বোধন হোল ।

 


দুর্গাপুর,৩রা নভেঃ : আজ সন্ধ্যায় দীপাবলি উপলক্ষ্যে ইস্পাতনগরীতে মার্কসীয় ও প্রগতিশীল সাহিত্যের ২টি বুকস্টলের উদ্বোধন হোল । প্রথমটির উদ্বোধন হোল হর্ষবর্ধন রোডে । ভারতের কমিউনিস্ট পার্টি ( মার্কসবাদী )-র দুর্গাপুর ইস্পাত ৩ এরিয়া কমিটির পক্ষ থেকে এই বুক স্টল করা হয়েছে । বুক স্টল এর উদ্বোধন করে ভারতের কমিউনিস্ট পার্টি ( মার্কসবাদী )-র পশ্চিম বর্ধমান জেলা কমিটির সম্পাদক গৌরাঙ্গ চ্যাটার্জি বলেন যে বিশ্ব জুড়ে পুঁজিবাদ-সাম্রাজ্যবাদী শক্তি মার্কসবাদ-লেনিনবাদ মতাদর্শ রুখতে তাদের প্রচারের এক-তৃতীয়াংশ এই খাতে ব্যয় করে ।  মেহেনতী মানুষের লড়াই কে সঠিক দিশা দেখাতে মার্কসবাদ-লেনিনবাদ মতাদর্শের অনুশীলন ও প্রসারে জন্য  মার্কসীয় ও প্রগতিশীল সাহিত্যের বুকস্টল গুরুত্বপূর্ন ভুমিকা পালন করে ।উপস্হিত ছিলেন নির্মল ভট্টাচার্য,পঙ্কজ রায় সরকার, মিতা ভট্টাচার্য সহ অন্যান্য নেতৃবৃন্দ ।

     অপর বুকস্টলের উদ্বোধন হোল এডিশন রোডে । ভারতের কমিউনিস্ট পার্টি ( মার্কসবাদী )-র দুর্গাপুর ইস্পাত ১ এরিয়া কমিটির পক্ষ থেকে এই বুক স্টল করা হয়েছে । বুক স্টল এর উদ্বোধন করেন ভারতের কমিউনিস্ট পার্টি ( মার্কসবাদী )-র পশ্চিম বর্ধমান জেলা কমিটির সদস্য সন্তোষ দেবরায় । বক্তব্য রাখেন সন্তোষ দেবরায় ও গৌরাঙ্গ চ্যাটার্জি । এসএফআই এর নেতৃবৃন্দের হাতে বই তুলে দেওয়া হয় । ।উপস্হিত ছিলেন পঙ্কজ রায় সরকার,দিপক ঘোষ সহ সহ অন্যান্য নেতৃবৃন্দ ।
























No comments:

Post a Comment