Tuesday 16 November 2021

ইস্পাতনগরীতে মহান নভেম্বর বিপ্লব ও পার্টির এরিয়া সম্মেলন উপলক্ষে সাজানো ফ্ল্যাগ-ফেস্টুন কে রাতের অন্ধকারে ছিঁড়ে দিল দুষ্কৃতিরা ।

 



দুর্গাপুর,১৬ই নভেঃ : মহান নভেম্বর বিপ্লব ও দুর্গাপুর ইস্পাত ৩ এরিয়া কমিটির ২য় সম্মেলন উপলক্ষে ইস্পাতনগরীর এ-জোন অঞ্চলের বিভিন্ন রোটারি সেজে উঠেছিল রক্ত পতাকা ও বিভিন্ন ধরনের ফেস্টুনে । অক্লান্ত পরিশ্রম করে পার্টি কর্মীরা ভারতের স্বাধীনতা আন্দোলন , ভারতের ও আন্তর্জাতিক কমিউনিস্ট আন্দোলন-সংগ্রামের বিভিন্ন দিক সম্পর্কে ফেস্টুনের মধ্য দিয়ে তুলে ধরেন । রক্ত পতাকার  সেজে ওঠা ইস্পাতনগরীর পরিচিত সত্তা কে রাঙ্গিয়ে তুলেছে । এতেই প্রতিক্রিয়াশীল শক্তির চক্ষুশূল হয়ে ওঠে বলে মনে করছেন সাধারন মানুষ ।গত কাল রাতের অন্ধকারে হর্ষবর্ধন রোড ও নেতাজী ভবনের সামনের রোটারিতে লাগানো পার্টির এরিয়া সম্মেলন উপলক্ষে সাজানো ফ্ল্যাগ-ফেস্টুন কে রাতের অন্ধকারে ছিঁড়ে দেয় দুষ্কৃতিরা । সকালে প্রথমে দুর্গাপুর ইস্পাতের ডিউটি-ফেরত শ্রমিকদের ও তারপরে এলাকার মানুষজনের নজরে এলে ক্ষোভের সৃষ্টি হয় । ভারতের কমিউনিস্ট পার্টি ( মার্কসবাদী )-র পশ্চিম বর্ধমান জেলা কমিটির সদস্য নির্মল ভট্টাচার্য এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন ।





No comments:

Post a Comment