Wednesday 10 November 2021

ইস্পাতনগরীতে কার্তিকী ছট পূজায় করোনা সচেতনা বৃ্দ্ধি ও বিধি রক্ষা সহায়তায় স্বেচ্ছাসেবকের ভুমিকায় সিআইটিউ ও রেড ভলান্টিয়ার্সরা ।

 


দুর্গাপুর,১০ই নভেঃ: আজ ছট পূজা উপলক্ষে,করোনা সচেতনা বৃ্দ্ধি ও বিধি রক্ষা সহায়তায় ইস্পাতনগরীতে স্বেচ্ছাসেবকের ভুমিকায় নামলেন হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন( সিআইটিউ ) ও রেড ভলান্টিয়ার্সরা । ইস্পাতনগরী বি-জোন বেল পার্কে এই উপলক্ষে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন( সিআইটিউ ) ও রেড ভলান্টিয়ার্সদের দুটি পৃথক শিবির থেকে করোনা অতিমারীর ও পরিবেশ রক্ষার বিষয়ে সচেতনা বৃ্দ্ধির সাথে নিষিদ্ধ শব্দবাজী,দূষনের বিরুদ্ধে প্রচার করা হয় । এরই সাথে মাস্ক,স্যানিটাইজার ও বিশুদ্ধ পানীয় জল দর্শনার্থীদের মধ্যে বিলি করা হয় । এছাড়াও ক্যাম্পে ছিলেন ডঃ রাজেশ্বর শর্ম্মা ও ডঃ শ্বেতা শর্ম্মা । যে সব দর্শনার্থীরা অসুস্হ বোধ করেন তাদের প্রেশার মাপা সহ  প্রাথমিক চিকিৎসা ও ওষুধ সরবরাহ করা হয় । বহু মানুষ শিবির দুটিতে আসেন ও স্বেচ্ছাসেবকরা তাদের সহায়তা করেন ।উপস্হিত ছিলেন সন্তোষ দেবরায়,সীমান্ত চ্যাটার্জী,স্বপন মজুমদার,সৌরভ দত্ত সহ অন্যান্য নেতৃবৃন্দ ।














No comments:

Post a Comment