Friday 19 November 2021

আন্দোলনরত কৃষকদের অভিনন্দন জানিয়ে ইস্পাতনগরীর বুকে মিছিল ।

 


দুর্গাপুর,১৯শে নভেঃ : দেশ জুড়ে প্রবল কৃষক আন্দোলনের চাপে আজ সর্বনাশা কৃষি আইন প্রত্যাহারের ঘোষনা করতে বাধ্য হোল মোদি সরকার । আজ সন্ধ্যায় শহীদ কৃষকদের প্রতি সম্মান জানিয়ে এবং আন্দোলনরত কৃষকদের অভিনন্দন জানিয়ে ইস্পাতনগরীর বুকে মিছিল হোল । সিআইটিইউ এর দুর্গাপুর ইস্পাত সমন্বয় সমিতির ডাকে ১নং বিদ্যাসাগর এভিন্যু থেকে মিছিল শুরু হয়ে ইস্পাতনগরীর বিভিন্ন রাস্তা ঘুরে চন্ডিদাস বাজারে শেষ হয় । মিছিলে ছিলেন সন্তোষ দেবরায়,নির্মল ভট্টাচার্য,সুবীর সেনগুপ্ত,বিশ্বরূপ ব্যানার্জি সহ অন্যান্য নেতৃবৃন্দ । প্রসঙ্গত,গত ১৯শে জানুঃ, দুর্বার কৃষক আন্দোলন কে সমর্থন জানিয়ে  দুর্গাপুর ইস্পাত কারখানা ও দুর্গাপুর মিশ্র ইস্পাত কারখানার শ্রমিক-আধিকারিক সহ অন্যান্যদের কাছে সংগৃহীত ৬০,০০০ টাকা নতুন দিল্লিতে সারা ভারত কৃষক সভার কেন্দ্রীয় দফতরে গিয়ে সারা ভারত কৃষক সভার সর্বভারতীয় সম্পাদক হান্নান মোল্লার হাতে তুলে দিয়েছিলেন হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন(সিআইটিইউ)-র নেতৃবৃন্দ।তারও আগে, ১ লক্ষ টাকার বেশি অর্থ সিপিআই(এম) এর দুর্গাপুর ইস্পাত ১ এরিয়া কমিটি ও দুর্গাপুর পূর্বের তৎকালীন সিপিআই(এম)  বিধায়ক সন্তোষ দেবরায়ের পক্ষ থেকে এই আন্দোলনের সমর্থনে পাঠানো হয়।





















No comments:

Post a Comment