Saturday 20 November 2021

সেইল-আরআইএনএল এর অনায্য বেতন-চুক্তি সংক্রান্ত মউ বাতিলের দাবিতে উত্তাল হোল দুর্গাপুর ইস্পাত : কৃষক আন্দোলন কে লাগাতর সমর্থন করার ঘোষনা ।

 


দুর্গাপুর,২০শে নভে: আজ সকালে,দুর্গাপুর ইস্পাত কারখানার অর্জুন মূর্তির সামনে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সিআইটিইউ )-এর ডাকে দলে দলে ইস্পাত শ্রমিক জড়ো হয়ে প্রস্তাবিত ১০-বছর মেয়াদী অনায্য বেতন-চুক্তি সংক্রান্ত মউ অবিলম্বে বাতিলের দাবিতে উত্তাল হয়ে ওঠেন । একই সাথে ৫-বছর মেয়াদী নায্য-বেতন চুক্তি,২০১৭ সালের ১লা জানুঃ থেকে বকেয়া এরিয়ার,পেনশন সহ অন্যান্য বকেয়া বিষয়ের নায্য ও সুষ্ঠ ফয়সালার দাবি জানান এবং কৃষক আন্দোলন কে লাগাতর সমর্থন করার অঙ্গীকার করেন । কৃষক আন্দোলন কে অভিনন্দন জানিয়ে লিফলেট বিলি করা হয়।গতকাল দেশ জুড়ে প্রবল কৃষক আন্দোলনের চাপে সর্বনাশা কৃষি আইন প্রত্যাহারের ঘোষনা করতে বাধ্য হয় মোদি সরকার । দুর্বার কৃষক আন্দোলন কে সমর্থন জানিয়ে  দুর্গাপুর ইস্পাত কারখানা ও দুর্গাপুর মিশ্র ইস্পাত কারখানার শ্রমিক-আধিকারিক সহ অন্যান্যদের কাছে সংগৃহীত ৬০,০০০ টাকা নতুন দিল্লিতে সারা ভারত কৃষক সভার কেন্দ্রীয় দফতরে গিয়ে সারা ভারত কৃষক সভার সর্বভারতীয় সম্পাদক হান্নান মোল্লার হাতে গত ১৯শে জানুঃ তুলে দিয়েছিলেন হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন(সিআইটিইউ)-র নেতৃবৃন্দ। সেখানেই ভিলাই স্টীল প্ল্যান্ট সহ ইস্পাত শিল্পের অন্যান্য ইউনিটের সিআইটিউ-ভুক্ত ট্রেড ইউনিয়নগুলোর পক্ষ থেকে আরো মোট ৫০,০০০ টাকাও তুলে দেওয়া হয়। ভাইজাগ স্টীল প্ল্যান্টের সিআইটিইউ ভুক্ত ট্রেড ইউনিয়ন গুলি ৩,৫০,০০০ টাকা এই আন্দোলনের পাঠিয়েছিল।আগেই  ১ লক্ষ টাকার বেশি অর্থ সিপিআই(এম) এর দুর্গাপুর ইস্পাত ১ এরিয়া কমিটি ও দুর্গাপুর পূর্বের বিধায়ক সন্তোষ দেবরায়ের পক্ষ থেকে এই আন্দোলনের সমর্থনে পাঠানো হয়।

   আজকের সমাবেশে বক্তব্য রাখেন বিশ্বরূপ ব্যানার্জি । উপস্হিত ছিলেন ললিত মিশ্র,সীমন্ত চ্যাটার্জি,প্রদ্যুৎ মুখার্জি সহ অন্যান্য নেতৃবৃন্দ ।











No comments:

Post a Comment