Sunday 7 November 2021

নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে ইস্পাতনগরীতে ১০৫-তম নভেম্বর বিপ্লব দিবস পালিত হল ।

 


দুর্গাপুর,৭ই নভেঃ : ১৯১৭ সালের ৭ই নভেঃ থেকে ১৭ই নভেঃ তৎকালীন রাশিয়া কমরেড লেনিনের সুযোগ্য  নির্দেশনায় বলশেভিক পার্টির নেতৃত্বে নভেম্বর বিপ্লব পৃথিবীর প্রথম শ্রমিক শ্রেনীর সমাজতান্ত্রিক রাষ্ট্র সোভিয়েত ইউনিয়নের জন্ম দিয়েছিল । বিপ্লবের ১০৪-তম বার্ষিকীতে আজ সকাল থেকে নানা অনুষ্ঠানের মাধ্যমে ইস্পাতনগরীতে মহান নভেম্বর বিপ্লব কে স্মরণ করা হয় । সকালে বি.টি.রণদিভে ভবন,চিত্তব্রত মজুমদার ভবন,অ্যালয় স্টিল প্ল্যান্ট ইউনিয়ন দপ্তর সহ অন্যান্য জায়গায় মহান নভেম্বর বিপ্লব কে স্মরণ করে রক্তপতাকা উত্তোলন করা হয়।পরে পার্টির উদ্যোগে আশিস-জব্বার ভবনে রক্তপতাকা উত্তোলন করা হয়। রক্তপতাকা উত্তোলন করেন প্রবীন পার্টি নেতা রথিন রায়। শহীদ বেদীতে মাল্যদান করেন রথিন রায়,সন্তোষ দেবরায়,নির্মল ভট্টাচার্য,সুবীর সেনগুপ্ত,দিপক ঘোষ সহ অন্যান্য নেতৃবৃন্দ । নভেম্বর বিপ্লব কে স্মরণ করে সকালে পরের অনুষ্ঠানটি হয় বি.টি.রণদিভে ভবনে। পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘের দুর্গাপুর ইস্পাত আঞ্চলিক কমিটি এবং হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সিআইটিইউ )-এর যৌথ উদ্যোগে সকালে প্রথম পর্বে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান । পরিবেশিত হয় গণসঙ্গীত । এছাড়া বোলপুরের “চতুর্থ মাত্রা” নাট্য গোষ্ঠীর পক্ষ থেকে উপস্হাপনা করা হয় নাটক – “ ফ্যাসিবাদ সম্পর্কিত টিকাটিপ্পনী “ । প্রকাশিত হয় “ ইস্পাতের কলম “ পত্রিকার বাৎসরিক সাহিত্য সংখ্যা । প্রকাশ করেন সাহিত্যিক ও পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘের দুর্গাপুর ইস্পাত আঞ্চলিক কমিটির সভাপতি কানাই বিশ্বাস । সন্ধ্যায় দ্বিতীয় পর্বের অনুষ্ঠানে পরিবেশিত হয় গণসঙ্গীত । এছাড়া বোলপুরের “চতুর্থ মাত্রা” নাট্য গোষ্ঠীর পক্ষ থেকে উপস্হাপনা করা হয় নাটক – “ ফ্ল্যাগ-মার্চ “ । নভেম্বর বিপ্লবের তাৎপর্য ও আজকের দিনে তার গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন পার্টি নেতা বিপ্রেন্দু চক্রবর্তী ।এছাড়াও হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সিআইটিইউ )-এর  স্বাস্হ্যবিমার  বিভিন্ন খবরাখবর আদান-প্রদানের মোবাইল যোগাযোগ ব্যবস্হার আদান-প্রদান ব্যবস্হার উদ্বোধন করেন মলয় ভট্টাচার্য। সকালে অপর আরেকটি অনুষ্ঠানে ২/২ তিলক রোডে অ্যালয় স্টিল প্ল্যান্ট ইউনিয়ন দপ্তর হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সিআইটিইউ )-এর এএসপি শাখার পক্ষ থেকে নভেম্বর বিপ্লব উপলক্ষ্যে থ্যালাসেমিয়া রোগীদের জন্য রক্তদান শিবিরের আয়োজন করা হয় । ৩ জন মহিলা মোট ২৪ জন রক্তদান করেন ।

বিকালে নভেম্বর বিপ্লবের স্মরনে ভারতের কমিউনিস্ট পার্টি ( মার্কসবাদী )-র দুর্গাপুর ইস্পাত ১ এরিয়া কমিটির উদ্যোগে কনিষ্ক-লিঙ্ক রোডের রোটারী থেকে মশাল দৌড় ও বাইক মিছিল একসাথে শুরু হয়ে ইস্পাতনগরীর বিভিন্ন রাস্তা ঘুরে বি.টি.রণদিভে ভবনে শেষ হয় । মশাল প্রজ্বলিত করে দৌড় এর সূচনা করেন ভারতের কমিউনিস্ট পার্টি ( মার্কসবাদী )-র পশ্চিম বর্ধমান জেলার সম্পাদক গৌরাঙ্গ চ্যাটার্জি । দৌড়ে খানিকক্ষন অংশ গ্রহনও তিনি করেছেন । 








































































No comments:

Post a Comment