Thursday 10 March 2022

দুর্গাপুর ইস্পাত ও অ্যালয় স্টিল কারখানায় ২৮-২৯শে মার্চ সারা ভারত সাধারন ধর্মঘটের নোটিশ দিল সিআইটিইউ ।

 


দুর্গাপুর,১০ই মার্চ : আজ সকালে, দুর্গাপুর ইস্পাত কারখানার ইডি( ওয়ার্কস ) দপ্তরের সামনে  আগামী ২৮-২৯শে মার্চ সারা ভারত সাধারন ধর্মঘট কে সর্বাত্মক করার আহ্বান জানিয়ে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন(সিআইটিইউ) এর ডাকে ইস্পাত শ্রমিকদের জমায়েত হয় । জমায়েতে বক্তব্য রাখেন বিশ্বরূপ ব্যানার্জি ,ললিত মিশ্র,সীমান্ত চ্যাটার্জী ও প্রদ্যুৎ মুখার্জী। রাষ্ট্রায়ত্ব ইস্পাত উৎপাদক সংস্হা সেইল ও আরআইএনএল এর বেতন-চুক্তি ও কেন্দ্রের ভয়াবহ জনবিরোধী,শ্রমিক-বিরোধী, রাষ্ট্রায়ত্ব সংস্হা বিরোধী নীতির বিরুদ্ধে  ইস্পাতে শ্রমিকদের লাগাতার লড়াইকে আরও ক্ষুরধার করার জন্য আগামী ২৮-২৯শে মার্চ সারা ভারত সাধারন ধর্মঘট কে সর্বাত্মক করার আহ্বান জানান বক্তারা। জমায়েত চলাকালীন ইউনিয়ন নেতৃবৃন্দের এক প্রতিনিধি দল কর্তৃপক্ষের কাছে ধর্মঘটের নোটিশ ও দাবি-সম্বলিত স্মারক লিপি জমা দেন । ইউনিয়নের পক্ষ থেকে  অ্যালয় স্টিল কারখানায় কর্তৃপক্ষের কাছে ধর্মঘটের নোটিশ জমা দেওয়া হয় ।




No comments:

Post a Comment