Monday 21 March 2022

শুরু হলো লড়াকু হিন্দুস্হান স্টিল এমপ্লয়েজ ইউনিয়নের ( সিআইটিইউ ) এর গৌরবময় ৬০-তম (২১শে-২২শে মার্চ )বার্ষিক সম্মেলন : অনুরোধ জানানোর সময় শেষ,তপন সেন জানিয়ে দিলেন ।

 


দুর্গাপুর,২১শে মার্চ :  ৬০ বছর আগে শুরু হয় দুর্গাপুর ইস্পাত কারখানার শ্রমিকদের লাল ঝাণ্ডার ইউনিয়ন হিন্দুস্হান স্টিল এমপ্লয়েজ ইউনিয়নের গৌরবময় পদযাত্রা । পরে যুক্ত হয়েছিলেন অ্যালয় স্টিল প্ল্যান্টের শ্রমিকরা । ১৯৭০ সালে সিআইটিইউ এর জন্মলগ্নেই যুক্ত হয় হিন্দুস্হান স্টিল এমপ্লয়েজ ইউনিয়ন। ১৯৬৬ সালের ইউনিয়নের নেতৃত্ব আশিস-জব্বারের শহীদের মৃত্যুবরন ও তারপর আগস্ট আন্দোলন বিদ্যুত তরঙ্গের মত ছড়িয়ে পড়ে । শুরু হয় হিন্দুস্হান স্টিল এমপ্লয়েজ ইউনিয়নেরে নেতৃত্বে ইস্পাত শ্রমিকদের সংগ্রামের ঐতিহাসিক পথ চলা,যা আজও চলমান । ইউনিয়নের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ও বর্তমান সভাপতি রথিন রায় বলেন যে ইউনিয়নের সর্বোচ্চ গর্বের বিষয় হোল  শুধু শ্রমিক-কৃষকের মৈত্রি মাঠে-ময়দানে প্রয়োগ নয়,তার সাথে শ্রমিক শ্রেনীর মজুদ-বাহিনী ছাত্র-যুব-মহিলা-অসংগঠিত ও ঠিকা শ্রমিক-ক্ষেতমজুর-আদিবাসী-দলিত-সংখ্যালঘু-শিক্ষক-শিল্পী-খেলোয়ার-ছোট ব্যবসায়ী সহ সমাজের সমস্ত গনতন্ত্র প্রিয় ও মেহেনতী মানুষ কে সংগঠিত করে হিন্দুস্হান স্টিল এমপ্লয়েজ ইউনিয়ন যে বিকল্প পথ দেখিয়েছে,তা কেবল পঃ বঙ্গ বা ভারতে নয় ,সারা পৃথিবীতে বিরল নজির সৃষ্টি করেছে । আজ থেকে ইস্পাত নগরীর দেশবন্ধু ভবনে ইউনয়ন দুই দিন ব্যাপি মূল সম্মেলন শুরু হয়েছে । এর আগে বিভাগীয় স্তরের সম্মেলন শেষ হয়েছে ।

    আজ সকালে,ইস্পাত নগরীর ইউনয়ন দপ্তর বি.টি. রণদিভে ভবনে রক্তপতাকা উত্তোলন ও শহীদ বেদীতে মাল্যদানের মধ্য দিয়ে সম্মেলনের কাজ শুরু হয় । রক্তপতাকা উত্তোলন করেন ইউনিয়নের সভাপতি রথিন রায় এবং স্টিল ওয়ার্কার্স ফেডারেশন অফ ইন্ডিয়ার ( সিআইটিইউ ) এর সভাপতি তথা সিআইটিইউ এর সর্বভারতীয় সম্পাদক তপন সেন । শহীদ বেদীতে মাল্যদান করেন রথিন রায়, তপন সেন,বিশ্বরূপ ব্যানার্জি,ললিত মিশ্র,আর পি গাঙ্গুলি,মলয় ভট্টাচার্য,সুবীর সেনগুপ্ত,পঙ্কজ রায় সরকার সহ অন্যান্য নেতৃবৃন্দ । এর পরে নেতৃবৃন্দ সহ সম্মেলনের প্রতিনিধিবৃন্দ মিছিল করে সম্মেলন স্হল কমঃ অজিত মুখার্জি ও কমঃ এস কে এন চৌধুরী নগর,কমঃ কবিরঞ্জন দাসগুপ্ত ও কমঃ অসিত ঘোষ ভবন ,কমঃ জি এস দাস,কমঃ বাদল মজুমদার ও কমঃ প্রণব চক্রবর্তী মঞ্চে যান । শোকপ্রস্তাব পেশ করেন কাজল মজুমদার। স্বাগত ভাষন দেন রথিন রায়। অন্যান্য কেন্দ্রিয় ও রাজ্যস্তরের ট্রেড ইউনিয়নের নেতৃবৃন্দ  সম্মেলনের সাফল্য কামনা করে ভাষন দেন । ইউনিয়নের পক্ষ থেকে সম্মেলনে আলোচনার জন্য রিপোর্ট পেশ করেন বিশ্বরূপ ব্যানার্জি।

সম্মেলনের উদ্বোধনী ভাষন দিতে গিয়ে সিআইটিইউ এর সর্বভারতীয় সম্পাদক তপন সেন পরিস্কার ভাবে জানিয়ে দিলেন সারা দেশের শ্রমিক আন্দোলন অনুরোধ-উপরোধের স্তর অতিক্রম করে সক্রিয় প্রতিরোধের স্তরে পৌঁছেছে । কর্পোরেটদের বশংবদ কেন্দ্রিয় সরকার ও বিভিন্ন রাজ্য সরকারের ভয়াবহ জন-বিরোধী,শ্রমিক বিরোধী ,দেশ বিরোধী লাগু করার চেষ্টার বিরুদ্ধে শ্রমিকদের,শ্রমিক সংগঠন গুলি কে বলতে হবে – না ! এক পা এগোতে দেওয়া যাবে না । সারা বিশ্ব যে ভয়াবহ আর্থিক সংকটে পড়েছে,সে কথা আইএমএফ-বিশ্ব ব্যাঙ্ক স্বীকার করছে । আমাদের দেশে মোদি সরকারের নীতির ফলে দেশের ৮০% মানুষ অর্থনৈতিক সংকটে পড়েছেন । গত এক বছরে দেশের সম্পদ তৈরি ১০% হ্রাস পেয়েছে । কিন্তু কর্পোরেটদের মুনাফা ৫০% বেড়েছে । চলেছে দেশের সম্পদ ও ব্যাঙ্ক পুঁজিকে কর্পোরেটদের হাতে তুলে দেওয়ার কাজ । রাষ্ট্রায়ত্ব সংস্হা সহ তাদের জমি-বাড়ী নামমাত্র মুল্যে কর্পোরেটদের হাতে তুলে দেওয়ার জন্য মোদি সরকার একটি রাষ্ট্রায়ত্ব সংস্হা খুলে বসেছে । অন্যদিকে শ্রম কোড এর নামে যে ভয়াবহ শ্রমিক বিরোধী বিল আনতে চায় ,সেই বিলে এমন কি বেতন না পেলেও শ্রমিকদের আন্দোলন করা যাবে না,তা বলা আছে ।কিন্তু এর ভয়াবহ শ্রমিক বিরোধী নীতির বিরুদ্ধে প্রতিরোধ প্রবল হচ্ছে । তপন সেন স্মরন করিয়ে দেন হরিয়ানার অঙ্গনওয়ারী কর্মীদের অনমনীয় আন্দোলন সহ উত্তর প্রদেশ ও জম্মু-কাশ্মীরের বিদ্যুৎ কর্মীদের বীরত্বপূর্ণ আন্দোলন । তিনি আরও বলেন যে একটা সময় রাষ্ট্রায়ত্ব সংস্হার বেসরকরীকরনের বিরুদ্ধে একটা সময়ে সিআইটিইউ কে একা লড়তে হয়েছে । কিন্তু আজ  দু-একটি ট্রেড ইউনিয়ন ছাড়া ট্রেড ইউনয়ন গুলি রাষ্ট্রায়ত্ব সংস্হার বেসরকরীকরনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই গড়ে তুলেছে। সেইল ও আরআইএনএলের বেতন-চুক্তির আলোচনাতেও অনুরূপ ঐক্যমত গড়ে ওঠার কিছু সম্ভাবনা তৈরি হচ্ছে । ট্রেড ইউনয়ন গুলির ঐক্যবদ্ধ আন্দোলন আগেই গড়ে ওঠে । দেশ জোড়া ঐক্যবদ্ধ কৃষক আন্দোলনের সাথে সাথে ঐক্যবদ্ধ শ্রমিক- কৃষক আন্দোলন গড়ে উঠেছে। তিনি স্মরণ করিয়ে দেন যে আগামী ২৮-২৯শে মার্চ কেন্দ্রিয় ট্রেড ইউনিয়ন ও ফেডারেশন গুলির দেশ জোড়া ধর্মঘটের পাশে দাঁড়িয়েছে সংযুক্ত কৃষক মোর্চা । এই অভূতপূর্ব ঐক্য বিনষ্ট করার জন্য এবং জনগনের ঐক্য নষ্ট করতে চেষ্টার বিরুদ্ধে তিনি সতর্ক করে দিয়ে  আগামী ২৮-২৯শে মার্চের দেশ জোড়া ধর্মঘট কে সফল করার আহ্বান জানিয়ে,তিনি সম্মেলনের সাফল্য কামনা করেন ।।এছাড়াও বক্তব্য রাখেন সিআইটিইউ এর পঃ বঙ্গ রাজ্য সভাপতি সুভাষ মুখার্জি ও সিআইটিইউ এর পশ্চিম বর্ধমান জেলা কমিটির পক্ষে গৌরাঙ্গ চ্যাটার্জি ।

সম্মেলন চলছে । প্রতিনিধিবৃন্দের আলোচনায় প্রানবন্ত হয়ে উঠেছে।আগামীকাল ইস্পাতনগরীর বি-জোনের কাশিরাম দাস মাঠে প্রকাশ্য সমাবেশের মধ্যে দিয়ে শেষ হবে সম্মেলন । বক্তব্য রাখবেন সিআইটিইউ এর সর্ব ভারতীয় সম্পাদক তপন সেন,সারা ভারত কৃষক সভার সাধারন সম্পাদক হান্নান মোল্লা সহ অন্যান্যরা ।







































































































































No comments:

Post a Comment