Tuesday 22 March 2022

প্রজাতন্ত্র ধ্বংস করতে চাইছে মোদি সরকার,একই পথের পথিক রাজ্যের তৃণমূল সরকার,প্রতিরোধে ২৮শে-২৯শে মার্চ সারা ভারত দু-দিন ব্যাপি সাধারন ধর্মঘট সর্বাত্মক করার ডাক।

 


দুর্গাপুর,২২শে মার্চ : আজ বিকালে,দুর্গাপুরের ইস্পাতনগরীর বি-জোন কাশিরাম দাস ময়দানে,হিন্দুস্হান স্টিল এমপ্লয়েজ ইউনিয়নের ( সিআইটিইউ ) এর গৌরবময় ৬০-তম (২১শে-২২শে মার্চ ) বার্ষিক সম্মেলনের শেষে প্রকাশ্য সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে এই কথা বলেন সারা ভারত কৃষক সভার সর্বভারতীয় সম্পাদক হান্নান মোল্লা।পরিবর্তে চাইছে মনুবাদ প্রতিষ্ঠা করে একদিকে গনতন্ত্র ধ্বংস অন্যদিকে শ্রমিক-কৃষক-মধ্যবিত্তের অধিকার লোপ করে পুঁজির অবাধ লুঠের রাস্তা পরিষ্কার করতে । তিনি বলেন যে মোদি সরকারের কর্পোরেটদের স্বার্থে সরাসরি নীতি নেওয়ার ফলে দেশের শ্রমিক-কৃষক বিপদাপন্ন।একই পথে হাঁটছে  রাজ্যের তৃণমূল সরকার। সংকটের মুখে দেশের রাষ্ট্রায়ত্ব ইস্পাত শিল্প,রাষ্ট্রায়ত্ব সংস্হা সহ দেশের শিল্প ও কৃষি । কৃষি বিল প্রত্যাহার করা হলেও নূন্যতম সহায়ক মূল্য ও ঋণ মকুব এবং বিদ্যুৎ বিল প্রত্যাহার,৭১৫ জন শহীদ কৃষক পরিবারের সহায়তা ও শান্তিপূর্ণ কৃষক আন্দোলনে অংশগ্রহন করার জন্য ৪৬০০০ জনের বিরুদ্ধে মামলা প্রত্যাহার করা হয় নি । তাই লড়াই চলছে । দাবিপূরনের জন্য সংযুক্ত কিসন মোর্চা শ্রমিক সংগঠনের পাশে দাঁড়িয়ে  আগামী ২৮শে-২৯শে মার্চ সারা ভারত দু-দিন ব্যাপি সাধারন ধর্মঘটে অংশ গ্রহন করবে। আগামী  ১১ই-১৭ই এপ্রিল সারা দেশে কৃষকরা এমএসপি দাবি সপ্তাহ পালন করবেন । এর আগে হিন্দুস্হান স্টিল এমপ্লয়েজ ইউনিয়নের ( সিআইটিইউ ) এর সম্মেলনে ভাষন দিয়ে তিনি বর্ননা করেন কিভাবে  কৃষি ব্যবস্হা ও কৃষকদের অবস্হার উন্নতির দাবিতে সারা ভারত কৃষক সভার একক লড়াই ধাপে ধাপে কৃষি বিল বাতিলের দাবিতে ৫৫০ টি সংগঠনের সম্মিলিত আন্দোলনের মঞ্চে রূপান্তরিত হয়ে এবং শ্রমিক সংগঠগুলির সাথে হাত মিলিয়ে দৃঢ় শ্রমিক-কৃষক মৈত্রী গড়ে তুলে মোদি কে প্রথমবার নীতিগত ও রাজনৈতিক লড়াই এ পরাস্ত করল। তিনি আগামীদিনে শ্রমিক-কৃষক-ক্ষেতমজুর মৈত্রীর সাথে সাথে ট্রেড ইউনিয়ন যৌথ মঞ্চ সহ জনগনের অন্যান্য অংশের দৃঢ় মৈত্রী বন্ধন গড়ে তুলে দেশের ফ্যাসিস্ত শক্তি ও রাজ্যের স্বৈরাচারী শক্তি কে পরাস্ত করার জন্য কর্মসূচী নয়,ক্ষুরধার আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান । প্রকাশ্য সমাবেশে অপর বক্তা সিআইটিইউ এর সর্বভারতীয় সম্পাদক তপন সেন বক্তব্য রেখে বলেন যে দেশের রাষ্ট্রায়ত্ব সংস্হা সহ যাবতীয় সম্পদ কর্পোরেট পুঁজির হাতে হস্তান্তর করতে চাইছে মোদি সরকার । বিশ্ব কর্পোরেট পুঁজি সারা বিশ্বে এই ব্যবস্হা চালু করতে চাইছে । শ্রমিক-কৃষক-ক্ষেতমজুর সহ দেশের খেটে খাওয়া মানুষের জীবন জীবিকা বিপন্ন। তিনি সিআইটিইউ এর ডাক ‘ অগ্রাহ্য ও প্রতিরোধ’ এর কথা স্মরন করিয়ে দিয়ে আগামী ২৮শে-২৯শে মার্চ সারা ভারত দু-দিন ব্যাপি সাধারন ধর্মঘট কে সর্বাত্মক করার আহ্বান জানান । প্রকাশ্য সমাবেশে সভাপতিত্ব করেন রথিন রায় । তার আগে হিন্দুস্হান স্টিল এমপ্লয়েজ ইউনিয়নের ( সিআইটিইউ ) এর দুর্গাপুরের ইস্পাত ও অ্যালয় স্টিল শাখার সম্পাদকমণ্ডলীর সদস্যদের সর্বসম্মতীক্রমে নির্বাচিত করার মাধ্যমে সম্মেলন শেষ হয় । প্রকাশ্য সমাবেশে রামপুরহাট গণহত্যার তীব্র নিন্দা করে অবিলম্বে দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে নিহতদের স্মৃতিতে নীরবতা পালন করা হয় ।



















































































No comments:

Post a Comment