Thursday 17 March 2022

হিন্দুস্হান স্টিল এমপ্লয়েজ ইউনিয়নের গৌরবময় ৬০-তম বার্ষিক সম্মেলন উপলক্ষে অনুষ্ঠিত হলো অবসরপ্রাপ্ত শ্রমিক শাখার কনভেনশন ।

 


দুর্গাপুর,১৭ই মার্চ : ৬০ বছর আগে শুরু হয় দুর্গাপুর ইস্পাত কারখানার শ্রমিকদের লাল ঝাণ্ডার ইউনিয়ন হিন্দুস্হান স্টিল এমপ্লয়েজ ইউনিয়নের গৌরবময় পদযাত্রা । পরে যুক্ত হয়েছিলেন অ্যালয় স্টিল প্ল্যান্টের শ্রমিকরা ।

 আগামী ২১-২২ শে মার্চ ইস্পাতনগরীর দেশবন্ধু ভবনে অনুষ্ঠিত হবে ইউনিয়নের ৬০-তম বার্ষিক সম্মেলন। ২২শে মার্চ ইস্পাতনগরীর বি-জোনের কাশিরাম দাস মাঠে প্রকাশ্য সমাবেশের মধ্যে দিয়ে শেষ হবে সম্মেলন । বক্তব্য রাখবেন সিআইটিইউ এর সর্ব ভারতীয় সম্পাদক তপন সেন,সারা ভারত কৃষক সভার সাধারন সম্পাদক হান্নান মোল্লা সহ অন্যান্যরা ।

   ইউনিয়নের ৬০-তম বার্ষিক সম্মেলন উপলক্ষে,আজ বিকালে ইউনিয়ন দপ্তরে অনুষ্ঠিত হল ইউনিয়নের অবসরপ্রাপ্ত শ্রমিক শাখার কনভেনশন।রিপোর্ট পেশ করেন কাজল মজুমদার।বক্তব্য রাখেন সুখময় বোস, সন্তোষ দেবরায়, বিশ্বরূপ ব্যানার্জী ও ললিত মিশ্র । পরে দুর্গাপুর ইস্পাত কারখানা ও অ্যালয় স্টিল প্ল্যান্টের শাখার দুটি পৃথক কমিটি নির্বাচিত হয় ।

   এদিকে আজ সকালে ইউনিয়নের ডাকে দুর্গাপুর ইস্পাত কারখানা শ্রমিকদের বিক্ষোভ সমাবেশ হয় কারখানার ইডি ( ওয়ার্কর্স ) দপ্তরে সামনে । অবিলম্বে কালা মউ চুক্তি বাতিল ও অবিলম্বে ন্যায় সংগত বেতন চুক্তি,এনপিএস বাতিল ,বেতন-চুক্তির বকেয়া বিষয়ের নিষ্পত্তি,জমি-কোয়ার্টারের অবিলম্বে লিজ/লাইসেন্সের দাবিতে এই সমাবেশে বক্তব্য রাখেন দেবাশীষ পাল,সীমন্ত চ্যাটার্জি,বিশ্বরূপ ব্যানার্জি ও ললিত মিশ্র । সমাবেশ চলাকালীন ইউনিয়নের এক প্রতিনিধি দল দাবি-সম্বলিত স্মারকলিপি কর্তৃপক্ষের কাছে জমা দেন ।






No comments:

Post a Comment