Friday 11 March 2022

জনগন কে বাঁচাও,দেশ কে বাঁচাও আহ্বানে জানিয়ে আলোচনা সভা ।

 


দুর্গাপুর,১১ই মার্চ : আজ সন্ধ্যায়, সিআইটিইউ এর পক্ষ থেকে দুর্গাপুরের ইস্পাতনগরীর চিত্তব্রত মজুমদার ভবনে,আগামী ২৮-২৯শে মার্চ সারা দেশ ব্যাপী সাধারন ধর্মঘট ও বর্তমান পরিস্হিতিতে ঠিকা শ্রমিকদের করণীয় কাজের বিষয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় । ইতিমধ্যে,গতকাল সিআইটিইউ এর পক্ষ থেকে গতকাল দুর্গাপুর ইস্পাত ও অ্যালয় স্টিল কারখানায়  ২৮-২৯শে মার্চ সারা ভারত সাধারন ধর্মঘটের নোটিশ দেওয়া হয়েছে। আলোচনা সভার প্রধান বক্তা সিআইটিইউ এর পঃ বর্ধমান জেলার সম্পাদক বংশ গোপাল চৌধুরী বলেন যে কেন্দ্রিয় সরকারের সাম্প্রতিক সমীক্ষায় প্রকাশিত হয়েছে যে দেশে কর্মরত শ্রমিকদের ৫৫% ঠিকা শ্রমিক। সেইলে,যার মধ্যে দুর্গাপুর ইস্পাত ও অ্যালয় স্টিল কারখানাও রয়েছে,কর্মরত শ্রমিকদের ৪৭% ঠিকা শ্রমিক। অথচ বেতন-চুক্তির আওতায় তাদের নিয়ে আসতে চাইছে না । খনি অঞ্চলে কর্মরত শ্রমিকদের প্রায় ৫৫% ঠিকা শ্রমিক। কেন্দ্রিয় সরকার কর্পোরেটদের লক্ষ কোটি টাকার ছাড় দিলেও,ঠিকা শ্রমিকদের বেতন-সামাজিক প্রকল্প-সার্বজনীন পেনশনের ব্যবস্হার কোন উদ্যোগ নিচ্ছে না । উল্টে ভয়ংকর শ্রম কোড বিল নিয়ে এসে ঠিকা শ্রমিকদের যে সামান্য কিছু অধিকার যে টুকু আছে,তাও কেড়ে নিতে চাইছে ।এনপিএম এর মাধ্যমে রাষ্ট্রায়ত্ব সংস্হা তুলে কর্পোরেটদের তুলে দিয়ে ঠিকা শ্রমিকদের অবাধ শোষনের পথ প্রশস্ত করে দিতে চাইছে কেন্দ্রের মোদি সরকার । একই পথের পথিক রাজ্যের তৃনমূল সরকার । তাই আগামী ২৮-২৯শে মার্চ সারা ভারত সাধারন ধর্মঘটে দুর্গাপুর শিল্পাঞ্চলে সর্বাত্মক করার জন্য তিনি ঠিকা শ্রমিকদের প্রতি আহ্বান জানান । এছাড়াও বক্তব্য রাখেন বিশ্বরূপ ব্যান্যার্জি,ললিত মিশ্র,সন্তোষ দেবরায়,নিমাই ঘোষ ও প্রকাশতরু চক্রবর্তি ।

















No comments:

Post a Comment