Wednesday 21 December 2022

অ্যালয় স্টিল প্ল্যান্টে সিআইটিইউ এর ডাকে ঠিকা শ্রমিকদের দু-দিন ব্যাপি বিক্ষোভ,সংহতি জানালেন স্হায়ি শ্রমিকরা।

 


দুর্গাপুর,২১শে ডিসেম্বর : এএসপিসিইইউ(সিআইটিইউ) এর ডাকে গতকাল ও আজ, অ্যালয় স্টিল প্ল্যান্টের মেইন গেটে দলে দলে ঠিকা শ্রমিক অবিলম্বে বকেয়া ৫ কিস্তির ভিডিএ ( ভ্যারিয়েবেল ডি.এ.) প্রদান,সেইল-আরআইএনএলে এনজেসিএস আলোচনা শুরু ও বেতন চুক্তিতে ঠিকা শ্রমিকদের অন্তর্ভূক্তি, অ্যালয় স্টিল প্ল্যান্টের বেসরকারিকরনের উদ্দেশ্যে কেন্দ্রিয় সরকারের সরকারের উদ্যোগ অবিলম্বে বাতিল ঘোষনার সাথে সাথে অবিলম্বে কারখানার আধুনিকিকরন,শ্রমিক নিয়োগ সহ একাধিক দাবিতে বিক্ষোভ দেখান । তাদের দাবির প্রতি সংহতি জানিয়ে উপস্হিত ছিলেন স্হায়ী শ্রমিকসহ এইচএসইইউ (সিআইটিইউ) এর নেতৃবৃন্দ। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন মেঘলাল মল্লিক,বিশ্বদীপ চ্যাটার্জি,কল্যান দে ও নবেন্দু সরকার ।






No comments:

Post a Comment