Monday 12 December 2022

সেইল-আরআইএনএল-এ ঠিকা শ্রমিকদের বেতন-চুক্তি নিয়ে দীর্ঘসূত্রতায় ক্ষোভ চরমে: সিআইটিইউ এর ডাকে দুর্গাপুরে ইস্পাত কারখানায় ঠিকা শ্রমিকদের বিক্ষোভ।

 


দুর্গাপুর,১২ই ডিসেঃ : আজ সকালে দুর্গাপুরে ইস্পাত কারখানার মেইন গেটে ঠিকা শ্রমিকদের সংগঠন ইউ.সি.ডব্লু.ইউ(সিআইটিইউ) এর ডাকে দুর্গাপুরে ইস্পাত কারখানার ঠিকা শ্রমিকরা বিক্ষোভ দেখান।একদিকে যখন সেইল-আরআইএনএল-এ ঠিকা শ্রমিকদের বেতন-চুক্তি নিয়ে দীর্ঘসূত্রতায় ক্ষোভ চরমে উঠেছে । অন্যদিকে,সাম্প্রতিক কালে দুর্গাপুরে ইস্পাত কারখানায় একের পর এক দুর্ঘটনায় বেশ কয়েক জন ঠিকা শ্রমিক কর্মরত অবস্হায় মারা গেছেন অথবা মারাত্মক ভাবে আহত হয়েছেন । কিন্তু চুক্তি অনুযায়ী মৃতদের পরিবারের একজন পোষ্যের চাকরী সহ মৃত ও আহত শ্রমিকদের পরিবারের অন্যান্য সহায়তা করার ক্ষেত্রে কারখানা কর্তৃপক্ষ তৎপরতা দেখাচ্ছে না বলে ইউ.সি.ডব্লু.ইউ(সিআইটিইউ) এর পক্ষে নিমাই ঘোষ অভিযোগ করেছেন । তিনি আরো অভিযোগ করেছেন যে ঠিকা শ্রমিকদের যথাযথ সেফটি ট্রেনিং করানোর বিষয়ে কারখানা কর্তৃপক্ষ ও ঠিকাদার সংস্হা গুলি যথেষ্ঠ পরিমানে মনোযোগী নয় । ফলে দুর্ঘটনা বেড়ে চলেছে । অবিলম্বে যথাযথ সেফটি ট্রেনিং ব্যবস্হা,কাজের সময় বৃদ্ধির বিরুদ্ধে যথাযথ ব্যবস্হা,সেফটির সমস্ত উপকরন যথাযথ সরবরাহ সহ ঠিকা শ্রমিকদের বেতন-চুক্তিতে অন্তর্ভূক্তিকরন,স্হায়ীকরন,রাজনৈতিক কারনে উচ্ছেদ ঠিকা শ্রমিকদের এবং স্ল্যাগ ব্যাঙ্ক সহ অন্যান্য জায়গায় বি-লিস্ট ভুক্ত ছাঁটাই শ্রমিকদের অবিলম্বে পুনর্বহাল করার দাবি সহ অন্যান্য দাবিতে ঠিকা শ্রমিকরা বিক্ষোভ দেখান । উপস্হিত ছিলেন নিমাই ঘোষ,কালি স্যান্যাল সহ অন্যান্য নেতৃবৃন্দ।






No comments:

Post a Comment