Thursday 15 December 2022

দুর্ঘটনায় আহত আরো এক ঠিকা শ্রমিকের মৃত্যু : এক মাসেরও কম সময়ে দুর্ঘটনায় ৫ শ্রমিকের মৃত্যু হল দুর্গাপুর ইস্পাত কারখানায় ।

 


দুর্গাপুর,১৫ই ডিসেঃ : গত ১লা ডিসেঃ ডিএসপি-র বন্ধ হয়ে যাওয়া ব্লুমিং বিলেট মিলে কাজ করতে গিয়ে দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছিলেন ঠিকা শ্রমিক বিভূতি বিশ্বাস(২০)। আশংকাজনক অবস্হায় তাঁর চিকিৎসা চলছিল স্হানীয় এক বেসরকারী হাসপাতালে । গতকাল সেখানেই তাঁর মৃত্যু হয়। এক মাসেরও কম সময়ে কর্মরত অবস্হায় দুর্ঘটনায় ৫ শ্রমিকের মৃত্যু হল দুর্গাপুর ইস্পাত কারখানায় । মৃতদের মধ্যে ১জন স্হায়ী ও চার জন ঠিকা শ্রমিক । এছাড়াও গতকাল কর্মরত অবস্হায় হৃদরোগে আক্রান্ত হয়ে গাড়ি চালক পবিত্র চক্রবর্তী ও দুর্গাপুর ইস্পাত কারখানায় ঠিকা শ্রমিক মারা যান । উভয় শ্রমিকের মৃত্যুতে সিআইটিইউ এর পক্ষ থেকে শোকপ্রকাশ করে কারখানায় কাজের জায়গায় সুরক্ষার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। ঠিকা শ্রমিকদের সংগঠন ইউনাইটেড কন্ট্রাক্টার্স ওয়ার্কাস ইউনিয়ন(সিআইটিইউ) এর পক্ষ থেকে নিমাই ঘোষ অবিলম্বে মৃতদের পরিবারের একজন পোষ্যের চাকুরী এবং ঠিকা শ্রমিকদের যথাযথ সেফটি ট্রেনিং ও দুর্গাপুর ইস্পাত কারখানার স্বাস্হ্য বিভাগের অধীনে নিয়মিত স্বাস্হ্য পরীক্ষার দাবি জানিয়েছেন । হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন (সিআইটিইউ) এর পক্ষে বিশ্বরূপ ব্যানার্জি জানিয়েছেন যে অবস্হার প্রতিকার চেয়ে ইউনিয়ন বার বার কর্তৃপক্ষের দ্বারস্হ হলেও,কারখানার কেন্দ্রিয় ও  বিভাগীয় সেফটি কমিটির সভা ডাকছে না । সাম্প্রতিক দুর্ঘটনার পরে কর্তৃপক্ষ নড়েচড়ে বসলেও মুল সমস্যার প্রতি এখনো উদাসীন ।স্হায়ী দক্ষ শ্রমিকদের বদলে ক্রমবর্ধমান অদক্ষ ঠিকা শ্রমিকদের নিয়োগ,ঠিকাদার সংস্হার অতিরিক্ত মুনাফা লালসা ও দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের একাংশের অবহেলায় একের পর এক দুর্ঘটনা ঘটে চলেছে ।তিনি অবিলম্বে কর্মস্হলে সুরক্ষা-নিরাপত্তার নিশ্ছিদ্র ব্যবস্হা ও এনজেসিএস চুক্তি মোতাবেক কর্মস্হলে মৃতদের পরিবারের একজন পোষ্যের চাকুরীর দাবি জানিয়েছেন । স্টিল ওয়ার্কার্স ফেডারেন অফ ইন্ডিয়া (সিআইটিইউ) এর পক্ষ থেকে ললিত মিশ্র জানিয়েছেন কর্মস্হলে সুরক্ষা-নিরাপত্তা নিয়ে অবহেলা গোটা সেইল জুড়ে চলছে । ফলে বাড়ছে দুর্ঘটনায় আহত ও নিহতের সংখ্যা। প্রায় অকেজ সেইল এর কর্মস্হলে সুরক্ষা-নিরাপত্তা সংক্রান্ত কমিটি জেসিএসএসআই । দক্ষ ও স্হায়ী শ্রমিকের স্বল্পতা,প্রয়োজনীয় ম্যানিং এর অভাব ও সর্বোপরি সেইল কর্তৃপক্ষের কর্মস্হলে সুরক্ষা-নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে অবহেলা ও মানসিকতার অভাব কে তিনি দায়ি করে সমগ্র  সেইল-এ বৃহত্তর ও ঐক্যবদ্ধ শ্রমিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জনিয়েছেন।

 

No comments:

Post a Comment