Friday 2 December 2022

দুর্ঘটনা আবারও প্রান কাড়ল কর্মরত শ্রমিকের: ডিএসপি-তে বারো দিনে চার শ্রমিকের মৃত্যু ,আশংকাজনক দুই ।

 


দুর্গাপুর,২রা ডিসেঃ :  আবারও দুর্ঘঠনায় ডিএসপি কারখানায় প্রান হারালেন একজন কর্মরত শ্রমিক।গতকাল গভীর রাতে ইস্পাতনগরীর বঙ্কিম চন্দ্র এভিন্যু নিবাসী এবং দুর্গাপুর ইস্পাত কারখানার র’ মেটেরিয়ালস হ্যান্ডেলিং প্ল্যান্টের ( পুরাতন ) হাইলাইনের রিক্লেইমার মেশিনের অপারেটর ও ডিএসপি-র স্হায়ি শ্রমিক সিনিয়ার টেকনেশিয়ান আশুতোষ ঘোষাল( ৫৫) নাইট শিফটে কর্মরত অবস্হায় কনভেয়ার বেল্টে জড়িয়ে গিয়ে মর্মান্তিক মৃত্যু বরন করেন। দুর্ঘটনার খবর পেয়েই রাতেই সীমান্ত চ্যাটার্জি,রত্নাকর পণ্ডিত,সহ হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন (সিআইটিইউ) এর নেতৃবৃন্দ কারখানায় ছুটে যান । । অন্যদিকে,গতকাল সকালে ডিএসপি-র বন্ধ হয়ে যাওয়া ব্লুমিং বিলেট মিলে কাজ করতে গিয়ে দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছেন ঠিকা শ্রমিক বিভূতি বিশ্বাস(২০)। আশংকাজনক অবস্হায় তাঁর চিকিৎসা চলছে স্হানীয় এক বেসরকারী হাসপাতালে । পর পর দুই দুর্ঘঠনায় দুর্গাপুর ইস্পাত কারখানার কর্মস্হলে সুরক্ষা-নিরাপত্তা ব্যবস্হায় গুরুতর গাফিলতির  চিত্রটি ফুটে উঠল । সিআইটিইউ এর সর্বভারতীয় সম্পাদক তপন সেন  আশুতোষ ঘোষালের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন । হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন (সিআইটিইউ) এর পক্ষে বিশ্বরূপ ব্যানার্জি জানিয়েছেন যে ইউনিয়ন কে তিনি দুর্ঘটনার কারন সম্পর্কে বিস্তারিত রিপোর্ট পাঠাতে বলেছেন । হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন (সিআইটিইউ) এর পক্ষে বিশ্বরূপ ব্যানার্জি তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন যে ডিএসপি-র কারখানার কর্তৃপক্ষের ধারাবাহিক উদাসীনতার ফলে কর্মস্হলে সুরক্ষা-নিরাপত্তা ব্যবস্হায় গুরুতর ত্রুটির ফলে কর্মরতদের মধ্যে দুর্ঘটনায় আহত ও নিহতের সংখ্যা বাড়ছে । গত ২০শে নভেঃ ব্লাষ্ট ফার্ণেসের ভয়াবহ  দুর্ঘটনায় ৩ জন শ্রমিকের মৃত্যু হয়। আহত এক শ্রমিক মৃত্যুর সাথে পাঞ্জা কষছে। এই অবস্হার প্রতিকার চেয়ে ইউনিয়ন বার বার কর্তৃপক্ষের দ্বারস্হ হলেও,কারখানার কেন্দ্রিয় ও  বিভাগীয় সেফটি কমিটির সভা ডাকছে না ।ধারাবাহিক ভাবে দুর্ঘটনা বেড়ে চললেও দীর্ঘদিন একই পদে বহাল থাকা সেফটি আধিকারিকের বিরুদ্ধে কোন ব্যবস্হা নেওয়া হয় নি । একই অবস্হা রাজ্য সরকারের ইন্সপেক্টার অফ ফ্যাক্ট্রি সেফটি আধিকারিক এর । চুক্তি থাকা সত্তেও কর্মস্হলে দুর্ঘটনায় নিহত শ্রমিক বিদ্যুৎ চক্রবর্তি ( হেভি মেইন্টেন্যান্স),নব কুন্ডু ( কোক ওভেন ),স্বপন মন্ডল ( সেন্ট্রাল স্টোরস) এবং আধিকারিক অশোক চৌধুরী ( ইন্সট্রুমেন্টেশন ) এর পরিবারের একজন পোষ্যের স্হায়ী চাকুরীর ব্যবস্হা কর্তৃপক্ষ এখনো করে নি । প্রতিবাদে মৃতদের পরিবাররা এখন প্রাপ্য টাকা নেয় নি । অবিলম্বে কর্মস্হলে সুরক্ষা-নিরাপত্তার নিশ্ছিদ্র ব্যবস্হা ও এনজেসিএস চুক্তি মোতাবেক কর্মস্হলে মৃতদের পরিবারের একজন পোষ্যের চাকুরীর বিষয়ে কর্তৃপক্ষের ওপর চাপ সৃষ্টিতে রাজ্য সরকারের ইন্সপেক্টার অফ ফ্যাক্ট্রি সেফটি আধিকারিক এর ঔদসিন্যতায় তীব্র ক্ষোভ প্রকাশ করে তিনি জানিয়েছেন যে উভয় দাবিতে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন (সিআইটিইউ) এর পক্ষ থেকে ঐক্যবদ্ধ আন্দোলনের প্রস্তুতি গ্রহন করা হয়েছে । এদিকে দুর্ঘটনার খবর পেয়ে মৃত শ্রমিক আশুতোষ ঘোষালের পরিবারের লোকজনের সাথে বাসস্হানে গিয়ে দেখা করে সমবেদনা জানান স্টিল ওয়ার্কার্স ফেডারেন অফ ইন্ডিয়া (সিআইটিইউ) এর পক্ষ থেকে ললিত মিশ্র সহ অন্যান্য নেতৃবৃন্দ । পরে স্টিল ওয়ার্কার্স ফেডারেন অফ ইন্ডিয়া (সিআইটিইউ) এর পক্ষ থেকে ললিত মিশ্র জানিয়েছেন কর্মস্হলে সুরক্ষা-নিরাপত্তা নিয়ে অবহেলা গোটা সেইল জুড়ে চলছে । ফলে বাড়ছে দুর্ঘটনায় আহত ও নিহতের সংখ্যা। প্রায় অকেজ সেইল এর কর্মস্হলে সুরক্ষা-নিরাপত্তা সংক্রান্ত কমিটি জেসিএসএসআই । দক্ষ ও স্হায়ী শ্রমিকের স্বল্পতা,প্রয়োজনীয় ম্যানিং এর অভাব ও সর্বোপরি সেইল কর্তৃপক্ষের কর্মস্হলে সুরক্ষা-নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে অবহেলা ও মানসিকতার অভাব কে তিনি দায়ি করে সমগ্র  সেইল-এ বৃহত্তর ও ঐক্যবদ্ধ শ্রমিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জনিয়েছেন।







No comments:

Post a Comment