Tuesday 6 December 2022

সম্প্রীতি রক্ষার আহ্বান জানিয়ে ইস্পাতনগরীতে যুবদের স্বেচ্ছা রক্তদান,ইস্পাত শ্রমিকদের কনভেনশন,সম্প্রীতি সভা।

 


দুর্গাপুর,৬ই ডিসেঃ : সাম্প্রদায়িক-সম্প্রীতি ও দেশের-রাজ্যের ঐক্য-সংহতি রক্ষা করার অঙ্গীকার করার শপথ নিয়ে আজ সকালে,ইস্পাতনগরীর চন্ডিদাস সেক্টর অফিসে,ভারতের গনতান্ত্রিক যুব ফেডারেশনের দুর্গাপুর ইস্পাত ২ আঞ্চলিক কমিটির উদ্যোগে ৩০-তম বার্ষিক রক্তদান শিবির অনুষ্ঠিত হল । বিগত ১৯৯৩ সাল থেকে প্রতি বছর ৬ই ডিসেঃ , ১৯৯২ সালের ৬ই ডিসেঃ  হিন্দুত্ববাদী ফ্যাশিষ্ট শক্তির হাতে ঐতিহাসিক বাবরি মসজিদ ধ্বংসের কলংকজনক ঘটনার বিরুদ্ধে এবং সাম্প্রদায়িক-সম্প্রীতি ও  ঐক্য-সংহতি রক্ষার শপথ নেওয়া ও মূমুর্ষ রোগীদের সহায়তার জন্য ভারতের গনতান্ত্রিক যুব ফেডারেশনের পক্ষ থেকে ইস্পাতনগরীতে রক্তদান শিবিরের আয়োজন করা হয় । আজ ১৭ জন রক্তদান করেন।

 ১৯৯২ সালের ৬ই ডিসেঃ  হিন্দুত্ববাদী ফ্যাশিষ্ট শক্তির হাতে ঐতিহাসিক বাবরি মসজিদ ধ্বংসের কলংকজনক ঘটনার মধ্য দিয়ে কিভাবে ভারতে গনতন্ত্র কে ধ্বংস ও শ্রমিকদের অধিকার হরণ শুরু হয়েছিল,তার ব্যাখ্যা করে সকালে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সিআইটিইউ )-এর ডাকে দুর্গাপুর ইস্পাত কারখানার প্ল্যান্ট সিভিলে শ্রমিক কনভেনশন হয়। বক্তব্য রাখেন সীমান্ত চ্যাটার্জি,প্রদ্যুত মুখার্জি ও স্বপন মজুমদার । সন্ধায় পঃবঙ্গ গনতান্ত্রিক লেখক শিল্পী সংঘের এ-জোন অঞ্চল কমিটির পক্ষ থেকে আজকের দিন কে সম্প্রীতি দিবস হিসাবে পালন করে ইস্পাতনগরীর অশোক এভিন্যু এর খোলা মার্কেটে সম্প্রীতি সভার আয়োজন করা হয় । সভায় বক্তব্য রাখেন সুকমল ঘোষ ও অজয় ব্যানার্জি। সন্ধ্যায়, ইস্পাতনগরীর চন্ডিদাস বাজার রোটারিতে,ভারতের কমিউনিস্ট পার্টি ( মার্কসবাদী)-র দুর্গাপুর ইস্পাত ২ এরিয়া কমিটির পক্ষ থেকে অপর একটি সম্প্রীতি সভার আয়োজন করা হয় । সভায় বক্তব্য রাখেন বীরেশ্বর মন্ডল,আল্পনা চৌধুরী ও স্বপন সরকার।
























No comments:

Post a Comment