Monday 13 February 2023

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্হ বস্তির বাসিন্দাদের পাশে দাঁড়াল সিআইটিইউ : ইস্পাতনগরীতে “ত্রিপুরা সংহতি দিবস” উপলক্ষ্যে মিছিল ।

 


দুর্গাপুর,১৩ই ফেব্রুঃ : আজ সকালে, হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন (সিআইটিইউ ) এর সম্পাদকমণ্ডলীর সদস্যরা সহ সিআইটিইউ এর প্রতিনিধিদল ইস্পাতনগরীর প্রান্তিকা সংলগ্ন তালতলা বস্তিতে ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্হ বাসিন্দাদের সাথে দেখা করে তাদের হাতে কম্বল-চাল-বিস্কুট তুলে দিয়েছেন । এই ভয়াবহ অগ্নিকান্ড ২৬টি বাড়ি পুড়ে যায় । কিন্তু ঘটনার পর তিন দিন কেটে গেলেও বস্তির পুড়ে যাওয়া ঘরের পুনর্গঠনের বিষয়ে কোন উচ্চবাচ্য প্রশাসনিক মহল থেকে না করার জন্য বাসিন্দাদের মধ্যে ক্ষোভ ও আতঙ্ক তৈরি হয়েছে । ইউনিয়ন নেতৃবৃন্দের পক্ষ থেকে বাসিন্দাদের এই ন্যায্য দাবির প্রতি সমর্থন জানানোর সাথে সাথে সংশ্লিষ্ট কতৃপক্ষের কাছে অবিলম্বে সমস্যা সমাধানের যথাযথ দাবি জানানো হবে বলে সিআইটিইউ এর পক্ষে বিশ্বরূপ ব্যানার্জি জানিয়েছেন । প্রতিনিধিদলে ছিলেন বিশ্বরূপ ব্যানার্জি,ললিত মিশ্র,সীমান্ত চ্যাটার্জি,সুবীর সেনগুপ্ত,দিপক ঘোষ প্রমুখ ।

অন্যদিকে.বিকালে ভারতের কমিউনিস্ট পার্টি ( মার্কসবাদী)-র দুর্গাপুর ইস্পাত ৩ ও ১ এরিয়া কমিটির যৌথ উদ্যোগে ইস্পাতনগরীর অশোক এভিন্যুর খোলা মার্কেট থেকে ডি-সেক্টর মার্কেট পর্যন্ত “ত্রিপুরা সংহতি দিবস” উপলক্ষ্যে মিছিল হয়। মিছিলে ছিলেন সীমান্ত তরফদার, দিপক ঘোষ,নিমাই ঘোষ প্রমুখ ।
















 

No comments:

Post a Comment