Tuesday 21 February 2023

৭১-তম সাধারনতন্ত্র দিবসে সংবিধান ও সম্প্রীতি রক্ষার শপথ নিয়ে একাধিক অনুষ্ঠান পালিত হল ইস্পাতনগরীতে ।



দুর্গাপুর,২৬শে জানুঃ : প্রবল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ৭১-তম সাধারনতন্ত্র দিবসে সংবিধান ও সম্প্রীতি রক্ষার শপথ এবং সংশোধিত নাগরিকত্ব আইন বাতিলের দাবিতে ইস্পাতনগরীতে একাধিক অনুষ্ঠান পালিত হল । সকালে বি.টি.রণদিভে ভবনে জাতীয় পতাকা উত্তোলন করেন প্রবীন শ্রমিক নেতা ও হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ) এর সভাপতি রথিন রায় । সংবিধানের ‘প্রস্তাবনা’ পাঠ করিয়ে শপথ গ্রহন করান রথিন রায় । এর পরে একটি মিছিল বি.টি.রণদিভে ভবনের সামনে থেকে বেরিয়ে বি-জোন পার্কে ভাষা শহিদ স্মারক উদ্যানে পশ্চিমবঙ্গ গনতান্ত্রিক লেখক শিল্পী সংঘ-ভারতীয় গণনাট্য সংঘ-জনবাদী লেখক সংঘ এর পক্ষে আয়োজিত লেখক-শিল্পী-কলাকুশলীদের শপথ গ্রহন অনুষ্ঠানে যায় । এখানে সংবিধানের ‘প্রস্তাবনা’ পাঠ করিয়ে শপথ গ্রহন করান কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক আজাজুল আলী খান । এর পরে একটি বিশাল মিছিল শুরু হয়ে চন্ডিদাস বাজারে ভারতের কমিউনিস্ট পার্টি ( মার্কসবাদি)-র দুর্গাপুর ইস্পাত ২ এরিয়া কমিটির আয়োজিত এক সভায় যোগদান করে । এখানে সংবিধানের ‘প্রস্তাবনা’ পাঠ করিয়ে শপথ গ্রহন করান আল্পনা চৌধুরী । ভারতের কমিউনিস্ট পার্টি ( মার্কসবাদি)-র দুর্গাপুর ইস্পাত ৩ এরিয়া কমিটির উদ্যোগে আশিস-জব্বার ভবনের সামনে অনুষ্ঠিত হয় মানব-বন্ধন ও সংবিধানের ‘প্রস্তাবনা’ পাঠ করে শপথ গ্রহন অনুষ্ঠান । 

         

  







       



No comments:

Post a Comment