Monday 13 February 2023

প্রয়াত শ্রমিক নেতা শক্তি মাঝি ।

 


দুর্গাপুর,১৩ই ফেব্রুঃ : আজ ভোর তিন টে নাগাদ স্হানীয় একটি নার্সিং হোমে  প্রয়াত হলেন শ্রমিক নেতা শক্তি মাঝি।মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিল ৭৮। তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শোকের ছায়া নেমে আসে ইস্পাতনগরী সহ সমগ্র শিল্পাঞ্চলে । পরে তাঁর মরদেহ সেইল সমবায় আবাসন অঞ্চলে রবীন্দ্র – নজরুল – সুকান্ত মঞ্চে নিয়ে আসা হলে পার্টির পক্ষ থেকে মরদেহ রক্তপতাকায় আচ্ছাদিত করা হয় ও মাল্যদান করেন পার্টির প্রাক্তন বিধায়ক সন্তোষ দেবরায়,সুবীর সেনগুপ্ত,স্বপন সরকার,দিলীপ গাঙ্গুলি সহ অন্যান্য নেতৃবৃন্দ,বিভিন্ন গনসংগঠনের নেতৃবৃন্দ সহ বহু সাধারন মানুষ । পরে তাঁর মরদেহ বি.টি. রণদিভে ভবনে নিয়ে আসা হলে ,মরদেহে মাল্যদান করেন ললিত মিশ্র,বিশ্বরূপ ব্যানার্জি,সীমান্ত চ্যাটার্জি ,দিপক ঘোষ,সুখময় বোস সহ সিআইটিইউ এর নেতৃবৃন্দ ।

সংক্ষিপ্ত জীবনী : হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন(সিআইটিইউ) এর সম্পাদকমণ্ডলীর দীর্ঘদিনের সদস্য ও ভারতের কমিউনিস্ট পার্টি ( মার্কসবাদী)-র দুর্গাপুর ইস্পাত জোনাল কমিটির সদস্য ছিলেন প্রয়াত শক্তি মাঝি । বর্তমানে তিনি ভারতের কমিউনিস্ট পার্টি ( মার্কসবাদী)-র দুর্গাপুর ইস্পাত ২ এরিয়া কমিটির অন্তর্গত শাখা সদস্য ছিলেন । ১৯৪৫ সালে তিনি জন্ম গ্রহন করেন । ১৯৬২ সালে তিনি দুর্গাপুর ইস্পাত কারখানার কোকওভেন বিভাগে যোগ দান করে,ধীরে ধীরে শ্রমিক আন্দোলনের সাথে যুক্ত হয়ে পড়েন । পরে ১৯৬৮ সালে তিনি পার্টি সভ্যপদ লাভ করেন । ১৯৭০-এর সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই চালাতে গিয়ে তাঁকে দীর্ঘদিন এলাকাছাড়া হতে হয় । ইস্পাতনগরীর জয়দেব রোডে তাঁর কোয়ার্টার দখল হয়ে যায় । কিন্তু তিনি অদম্য মনোবল নিয়ে পার্টি ও ইউনিয়নের কাজ চালিয়ে যান । তাঁর এই লড়াকু মনোভাব ও সহজ-সরল জীবন যাপন সাধারন মানুষের কাছে তাকে সর্বজনগ্রাহ্য করে তোলে । এছাড়াও সেক্টর সংগঠন ,থ্যালাসেমিয়া রোগীদের সংগঠন ও নার্সিং ট্রেনিং এর জন্য তার অবদান বিশেষ উল্লেখনীয়।






No comments:

Post a Comment