Friday 10 February 2023

সেইলের নয়া বার্ষিক বোনাস চুক্তির বিরোধীতায় সিআইটিইউ : দুর্গাপুর ইস্পাতে শ্রমিক বিক্ষোভ ।

 


দুর্গাপুর,১০ ফেব্রুঃ : সেইল-আরআইএনএল এর “শ্রমিক-বিরোধী” বেতন-চুক্তির “মৌ” এর পরে আরো একবার বঞ্চিত হতে চলেছে সেইলের স্হায়ী শ্রমিকরা । বেতন-চুক্তির “মৌ” এর সাথে সাথে সেইলের নয়া বার্ষিক বোনাস চুক্তিতেও এই অভিযোগে সিআইটিইউ সাক্ষর করে নি।এআইটিইউসি ও এই  চুক্তিতে সাক্ষর করে নি। নয়া বার্ষিক বোনাস চুক্তির বিরোধীতা,ঠিকা শ্রমিকদের বেতন-চুক্তিতে অন্তর্ভূক্তি সহ অবিলম্বে ন্যায্য ও পূর্ণাঙ্গ বেতন-চুক্তি,সমস্ত বকেয়া প্রাপ্য সহ অন্যান্য দাবিতে আজ সকালে, হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন (সিআইটিইউ ) এর ডাকে দুর্গাপুর ইস্পাত কারখানার ইডি ( ওয়ার্কস ) এর দপ্তরের সামনে কারখানার স্হায়ী শ্রমিকরা জোড়ালো বিক্ষোভ দেখালেন। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বিশ্বরূপ ব্যানার্জি, ললিত মিশ্র,সীমান্ত চ্যাটার্জি ও প্রদ্যুত মুখার্জি । অন্যদিকে,আজ সকালে দুর্গাপুর ইস্পাত কারখানার মেইন গেটের সামনে, ঠিকা শ্রমিকদের সংগঠন ইউ.সি.ডব্লু.ইউ(সিআইটিইউ) এর ডাকে অবিলম্বে সেইল-আরআইএনএল এর বেতন-চুক্তিতে ঠিকা শ্রমিকদের অন্তর্ভূক্তি সহ অন্যান্য দাবিতে দুর্গাপুর ইস্পাতের ঠিকা শ্রমিকরা বিক্ষোভ সমাবেশে যোগদান করেন। সমাবেশ থেকে আগামী ১২ই ফেব্রুঃ বোকারোতে সেইল ও আরআইএনএল-এর সর্বভারতীয় ইস্পাত ঠিকা শ্রমিকদের নবম জাতীয় কনভেনশন কে সফল করার আহ্বান জানানো হয়। উপস্হিত ছিলেন আশিস মিশ্র,নিমাই ঘোষ, প্রদ্যুত মুখার্জি সহ অন্যান্য নেতৃবৃন্দ।সন্ধ্যায় ইস্পাতনগরীর ভগৎ সিং মোড়ে কেন্দ্রের বিজেপি সরকারের প্রত্যক্ষ মদতে চলা আদানি গ্রুপের সর্বনাশা জালিয়াতি ও জনবিরোধী কেন্দ্রিয় বাজেটের বিরুদ্ধে প্রতিবাদ সভা হয় । ভারতের কমিউনিস্ট পার্টি ( মার্কসবাদি)-র ১ এরিয়া কমিটির ডাকে এই সভায় বক্তব্য রাখেন সীমান্ত চ্যাটার্জি ও স্বপন মজুমদার ।














No comments:

Post a Comment