Tuesday 21 February 2023

ইস্পাতনগরীতে পালিত হল অমর একুশ ।

 


দুর্গাপুর,২১শে ফেব্রুঃ : আজ বাংলা ভাষার এক রক্তস্নাত দিন।মাতৃভাষার জন্য প্রান দিয়ে বাঙালী এক নতুন নজির সৃষ্টি করেছে।মাতৃভাষায় বলা-লেখা-শিক্ষার অধিকার অর্জন  আজ আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে। ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস । ইস্পাতনগরীতে আজ মর্যাদার সাথে পালিত হল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ।প্রতি বছরের মত এবারও সকাল  বেলায় বি-জোন মেজর পার্কে “আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন কমিটি”-র উদ্যোগে  ‘ভাষা শহীদ স্মারক উদ্যানে’ অনুষ্ঠিত হল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে এক গুচ্ছ সাংস্কৃতিক অনুষ্ঠান-হস্তশিল্প ও বই মেলা । উদ্যোক্তাদের পক্ষ সীমান্ত তরফদার জানিয়েছেন যে এ বছরে ২০ টি সাংস্কৃতিক সংগঠন আজকের অনুষ্ঠানে যোগদান করেছে । সকালে শহীদ স্মারকে মাল্যদানের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয় । শুধু বাংলা নয়,অন্যান্য ভাষী শিল্পীরাও আজকের অনুষ্ঠানে যোগদান করে স্ব স্ব ভাষায় পরিবেশন করেন বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। পরিবেশন করেন গান-আবৃতি-আলেখ্য-নাটক।এছাড়াও অনুষ্ঠিত হয় চিত্রাঙ্কন । উপস্হিত ছিলেন,রথিন রায়,দীপক দেব,কানাই বিশ্বাস,পঙ্কজ রায় সরকার,বিশ্বরূপ ব্যানার্জি,দুর্গাপুর ইস্পাত কারখানার ইডি(ওয়ার্কস) দীপেন্দু ঘোষ প্রমুখ।





























No comments:

Post a Comment