Friday 5 May 2023

ইস্পাতনগরী পালন করল শ্রমজীবি মানুষের মহান দার্শনিক কার্ল মার্কস এর ২০৬ তম জন্মদিবস।

 


দুর্গাপুর,৫ই মার্চ : আজ শ্রমজীবি মানুষের বন্ধু মহান দার্শনিক ও বৈজ্ঞানিক সমাজতন্ত্রের প্রবক্তা কার্ল মার্কস এর ২০৬-তম জন্মদিবস।এই উপলক্ষে সকালে শহীদ আশিস-জব্বার ভবনে কার্ল মার্কস এর প্রতিকৃতিতে মাল্যদান করে তাঁর প্রতি বৈপ্লবিক শ্রদ্ধা জানান সন্তোষ দেবরায়,বিশ্বরূপ ব্যানার্জি,দিপক ঘোষ,অজিত মন্ডল সহ অন্যান্য নেতৃবৃন্দ ।অপর একটি অনুষ্ঠানে ভারতের কমিউনিস্ট পার্টি ( মার্কসবাদি)-র দুর্গাপুর ইস্পাত ২ এরিয়া কমিটির দপ্তরে কার্ল মার্কসের প্রতিকৃতিতে মাল্যদান করে তাঁর প্রতি বৈপ্লবিক শ্রদ্ধা জানান সুবীর সেনগুপ্ত, স্বপন সরকার,স্বপন ব্যানার্জী,আল্পনা চৌধুরী,প্রমুখ।বিকালে ঐ দপ্তরে, কার্ল মার্কস এর জন্মদিবস উপলক্ষে, ” উগ্র দক্ষিনপন্হার উথ্থান ও আমাদের কাজ “-শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখেন ভারতের কমিউনিস্ট পার্টি ( মার্কসবাদী )-র কেন্দ্রীয় কমিটির সদস্য আভাস রায় চৌধুরী ।এছাড়াও বক্তব্য রাখেন স্বপন সরকার ও স্বপন ব্যানার্জী । সন্ধ্যায়, ইস্পাতনগরীর আশিস মার্কেটে, ভারতের কমিউনিস্ট পার্টি ( মার্কসবাদি)-র দুর্গাপুর ইস্পাত ১ ও ৩ এরিয়া কমিটির যৌথ উদ্যোগে আয়োজিত হয় আলোচনা সভা। বক্তব্য রাখেন পঙ্কজ রায় সরকার,স্বপন মজুমদার ও জীবন আইচ । লহরী সাংস্কৃতিক গোষ্ঠীর পক্ষ থেকে হল্লবোল নাটকটি প্রদর্শিত করা হয়।























No comments:

Post a Comment