Monday, 22 May 2023

দুর্গাপুর ইস্পাত কারখানায় শ্রমিক বিক্ষোভ,রাজ্য সরকারের কর্মচারীদের আন্দোলনের প্রতি সংহতি জ্ঞাপন।

 


দুর্গাপুর,২২শে মে : আজ সকালে,হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সিআইটিইউ ) এর ডাকে দুর্গাপুর ইস্পাত কারখানার শ্রমিকরা অর্জুন মূর্তির সামনে অবিলম্বে সেইল-আরআইএনএল এর পুর্ণাঙ্গ বেতন-চুক্তি, বেতন-চুক্তিতে ঠিকা শ্রমিকদের অন্তর্ভুক্তি ও সম্মানজনক বেতন-চুক্তি,অবিলম্বে সমস্ত উচ্ছেদ হওয়া ঠিকা শ্রমিকদের পুনর্বহাল ও কারখানার থেকে ঠিকা শ্রমিকের বলপূর্বক ঠিকা শ্রমিকদের উচ্ছেদ করার বিরুদ্ধে জোড়ালো বিক্ষোভ প্রদর্শন করেন।একই সাথে শ্রমিকদের “নজরবন্দী” করার জন্য আরএফআইডি ও বায়োমেট্রিক হাজিরা চালু করার জন্য কর্তৃপক্ষের প্রয়াসের বিরুদ্ধে তীব্র হুঁশিয়ারি জানানো হয় বিক্ষোভ সমাবেশ থেকে এবং রাজ্য সরকারের কর্মচারীদের আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে কর্মচারীদের আন্দোলনের বিরুদ্ধে তৃণমূল সরকারের স্বৈরাচারি আচরনের তীব্র নিন্দা করা হয় । বক্তব্য রাখেন সীমান্ত চ্যাটার্জি ।




No comments:

Post a Comment