Tuesday 2 May 2023

দুর্গাপুর ইস্পাত কারখানার কাজের জায়গায় সুরক্ষার দাবিতে সিআইটিইউ এর ডাকে ইডি ( ওয়ার্কস)-এ শ্রমিক বিক্ষোভ।

 


দুর্গাপুর,২রা মে : আজ সকালে,হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন(সিআইটিইউ) এর ডাকে কাজের জায়গায় সুরক্ষার দাবিতে দুর্গাপুর ইস্পাত কারখানার ইডি ( ওয়ার্কস )-এ শ্রমিকরা বিক্ষোভ দেখালেন।গত ২৮শে এপ্রিল, কারখানার র মেটেরিয়ালস হ্যাণ্ডলিং প্ল্যান্টের ট্রিপলিং সাইডে ভয়াবহ দুর্ঘটনায় লোকো ট্রেনের ধাক্কায় গুঁড়িয়ে যায় কর্মরত কারখানার অতি মুল্যবান উইঞ্চ ডাম্পার।ডাম্পার চালক লাফিয়ে পড়ে প্রান বাঁচান । এই ভয়াবহ দুর্ঘটনার ঘটার পরে দুর্ঘটনাস্হলে শ্রমিকরা জড়ো হলে আচমকা কারখানার সেফটি বিভাগের জনৈক উচ্চ পদাধিকারী আধিকারিক ঘটনাস্হলে এসে শ্রমিকদের হুমকি-গালিগালাজ করেন,এমন কি শারীরিক ভাবে নিগ্রহ করার চেষ্টা করলে,শ্রমিকরা প্রবল বিক্ষোভ প্রদর্শন শুরু করেন । প্ল্যান্ট গ্যারেজ সহ বিভিন্ন বিভাগে অচলাবস্হা তৈরি হয় । সিআইটিইউ সহ সমস্ত সক্রিয় ট্রেড ইউনিয়ন একজোট হয়ে শ্রমিক বিক্ষোভে নেতৃত্ব দেয় । এতে কর্তৃপক্ষের টনক নড়ে। দফায় দফায় সিআইটিইউ সহ সমস্ত সক্রিয় ট্রেড ইউনিয়নের যৌথ নেতৃত্বের সাথে আলোচনায় বসে । অবশেষে সন্ধ্যা ছ টা নাগাদ ট্রেড ইউনিয়ন গুলির যৌথ নেতৃত্বের সাথে ইডি ( ওয়ার্কস ) সহ অন্যান্য উচ্চ পদাধিকারী আধিকারিকদের আলোচনায় সমাধান সূত্র মেলে । পরে ট্রেড ইউনিয়ন গুলির যৌথ নেতৃত্বের উপস্হিতিতে, ইডি ( ওয়ার্কস ) সহ অন্যান্য উচ্চ পদাধিকারী আধিকারিকরা প্ল্যান্ট গ্যারেজে পৌঁছে শ্রমিকদের কাছে দুঃখ প্রকাশ করে ট্রেড ইউনিয়ন গুলির যৌথ নেতৃত্বের সাথে আলোচনা করে মেলা সমাধান সূত্র গুলি তুলে ধরেন । এরপরে অচলাবস্হা কাটে । শ্রমিকরা কাজে যোগদান করেন।কিন্তু এরপরে তিন দিন কেটে গেলেও এখন পর্যন্ত ঘটনার তদন্ত করে রিপোর্ট নিয়ে ইউনয়ন গুলির সাথে কর্তৃপক্ষ আলোচনা করে নি । এর আগেও বিভিন্ন মারাত্মক দুর্ঘটনার তদন্তের রিপোর্ট নিয়ে ইউনয়ন গুলির সাথে কর্তৃপক্ষ আলোচনা করে নি । সিআইটিইউ এর দীর্ঘ লড়াই এর মাধ্যমে পূনর্গঠিত সেফটি কমিটি গুলি কে পুনরায় নিষ্ক্রিয় করে ফেলতে চাইছে বলে বিক্ষোভ সমাবেশে বক্তারা অভিযোগ করেন।এছাড়ও অবিলম্বে নতুন উইঞ্চ ডাম্পার কেনা ও পুনরায় স্ট্রাকচারাল ইন্সপেকশন শপ চালু,কারখানার প্রতিটি অংশ কে সুরক্ষা বলয়ে নিয়ে আসা সহ দুর্গাপুর ইস্পাত কারখানা ও অ্যালয় স্টিল প্ল্যান্ট-হাসপাতাল সহ চিকিৎসা বিভাগ – ইস্পাতনগরীর সম্প্রসারন ও আধুনিকীকরনের দাবি জানান বক্তারা।অন্যদিকে জনৈক সেফটি বিভাগের পদাধিকারী আধিকারিকের আরএমএইচপি বিভাগে দুর্ঘটনার দিনে প্ররোচনামূলক আচরনের তীব্র নিন্দা জানিয়ে বক্তারা কর্তৃপক্ষ কে এ বিষয়ে যথাযথ ব্যবস্হা গ্রহনের দাবি জানিয়ে বলেন যে ভবিষ্যতে এই ঘটনার পুনরাবৃত্তি হলে কারনার সুস্হ শ্রম-সম্পর্কে ব্যাঘাত ঘটতে পারে বলে হুঁশিয়ারী দিয়েছেন । বিক্ষোভ চলাকালিন ইউনিয়নের পক্ষে প্রতিনিধিদল ইডি(ওয়ার্কর্স) দফ্তরে স্মারকলিপি জমা দেয় । বক্তব্য রাখেন বিশ্বরূপ ব্যানার্জি,নারায়ন চক্রবর্তী ও প্রদ্যুত মুখার্জি ।






No comments:

Post a Comment