Monday 1 May 2023

ঐতিহাসিক মে দিবস মেহেনতি মানুষের ঐক্য বজায় রাখার জন্য সদা জাগ্রত থাকার আহ্বান জানাচ্ছে : আভাস রায় চৌধুরী ।

 


দুর্গাপুর,১লা মে : জন্মলগ্ন থেকে সংকটাপন্ন পুঁজিবাদ একের পর এক সংকট অতিক্রম করে শিল্প পুঁজি থেকে লগ্নি পুঁজির অধ্যায়ে প্রবেশ করে সাম্রাজ্যবাদের রূপ পরিগ্রহন করেছে । তথাকথিত উদার অর্থনীতির পতনের পরে ও সোভিয়েত ইউনিয়নের সমাজতান্ত্রিক অর্থনীতির উথ্থানের সময়ে বিশ্বব্যাপি শ্রমিক শ্রেনী যে সব অধিকার অর্জন করেছে ,১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের পতন ও নব্য উদার অর্থনীতি লাগু করার পরে বিশ্ব পুঁজিবাদের আগ্রাসী আক্রমনে বিশ্বব্যাপি শ্রমিক শ্রেনীর সেই সব অর্জিত অধিকার শুধু বিপন্ন তাই নয়,পরিকল্পিত ভাবে বিশ্ব পুঁজিবাদের নেতৃত্বে সংগঠিত ক্ষেত্রের কাজের নিধন যজ্ঞ চালিয়ে বিশ্বব্যাপি শ্রমিক শ্রেনীর সংগ্রাম কে দুর্বল করার জন্য সংগঠিত আক্রমন চলছে । মোদি সরকার বিশ্ব পুঁজিবাদের নব্য উদার অর্থনীতি লাগু করার সেই ভয়ংকর আক্রমনের অঙ্গ মাত্র । একে প্রতিরোধ করা ছাড়া ভারতের শ্রমিক শ্রেনীর আর কোন বিকল্প নেই । নব্য উদার অর্থনীতি ও এই নীতি সঞ্চাত মোদি সরকার যে ধান্দার অর্থনীতি লাগু করছে,পুঁজিবাদের আদিম সঞ্চয়ন পর্বের মতই তা নির্মম,নিষ্ঠুর ও রক্তস্নাত। তাই শ্রমিক শ্রেনীর প্রতিরোধও সর্বোচ্চ করার ডাক দিয়ে ঐতিহাসিক মে দিবস অর্জিত অধিকার রক্ষার জন্য সদা জাগ্রত থাকার আহ্বান  জানাচ্ছে।একই সাথে মেহেনতি মানুষের ঐক্য এখন ব্যপক থেকে ব্যপকতম করতে হবে।ঐক্য ভাঙ্গার জন্য আরএসএস ও মৌলবাদী শক্তির বিরুদ্ধে কার্যকরী প্রতিরোধ ব্যতিরেক শ্রমিক আন্দোলন আজকের দিনে অগ্রসর হতে পারবে না।মে দিবস উপলক্ষে সন্ধ্যায় ইস্পাতনগরীর বি.টি.রণদিভে ভবনে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন (সিআইটিইউ) এর পক্ষ থেকে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে এই কথা বলেন মূল আলোচক ভারতের কমিউনিস্ট পার্টি ( মার্কসবাদী )-র কেন্দ্রীয় কমিটির সদস্য আভাস রায় চৌধুরী ।এছাড়াও বক্তব্য রাখেন বিশ্বরূপ ব্যানার্জী ও ললিত মিশ্র। এদিন সকাল থেকে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে ঐতিহাসিক মে দিবস পালিত হয় ইস্পাতনগরী,দুর্গাপুর ইস্পাত কারখানা ও অ্যালয় স্টিল প্ল্যান্টের মেইন গেটে । মূল অনুষ্ঠানটি আশিস মার্কেট-জব্বার বাগে। রক্তপতাকা উত্তোলন করেন বিশ্বরূপ ব্যানার্জী। শহীদ আশিস- জব্বার ভবনে রক্তপতাকা উত্তোলন করেন সন্তোষ দেবরায়।শহীদবেদীতে মাল্যদান করেন সন্তোষ দেবরায়,সুবীর সেনগুপ্ত,বিশ্বরূপ ব্যানার্জী,দিপক ঘোষ,স্বপন সরকার,সীমান্ত তরফদার,অজিত মন্ডল,ললিত মিশ্র সহ অন্যান্য নেতৃবৃন্দ।সকালে ইস্পাতনগরীর অশোক এভিন্যুর খোলা মার্কেটে গণশক্তির নতুন বোর্ডের উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন বিশ্বরূপ ব্যানার্জী।বক্তব্য রাখেন বিশ্বরূপ ব্যানার্জী,সীমান্ত চ্যাটার্জী, সীমান্ত তরফদার ও অজিত মন্ডল। 




























































































































No comments:

Post a Comment