Tuesday 30 May 2023

ইস্পাতনগরী সহ দুর্গাপুর ইস্পাত ও অ্যালয় স্টিল কারখানায় সিআইটিইউ এর ৫৩-তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হোল।

 


দুর্গাপুর,৩০শে মে : আজ ৩০শে মে।আজ সিআইটিইউ এর ৫৩-তম প্রতিষ্ঠাবার্ষিকী । ইস্পাতনগরী সহ দুর্গাপুর ইস্পাত ও অ্যালয় স্টিল কারখানায় সিআইটিইউ এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হোল। প্রতিষ্ঠার সময় থেকে সিআইটিইউ দুর্গাপুর ইস্পাত কারখানা ও অ্যালয় স্টিল প্ল্যান্টের শ্রমিকদের সংগ্রামের প্রতীক হয়ে ওঠে যা আজও সমানভাবে বহমান। আজ সকালে, ইস্পাতনগরীর বি.টি.রণদিভে ভবনে সংগঠনের রক্ত পতাকা উত্তোলন করেন এইচএসইইউ ও এসডব্লুএফআইএর পক্ষে যথাক্রমে বিশ্বরূপ ব্যানার্জি ও ললিত মিশ্র।২/১ তিলক রোডে এইচএসইইউ-র অ্যালয় স্টিল কারখানার ইউনিয়ন দপ্তরে নন্দলাল দাস ও অ্যালয় স্টিল প্ল্যান্টের মেইন গেটে এএসপিসিইইউ এর অফিসে নবেন্দু সরকার রক্ত পতাকা উত্তোলন করেন। চিত্তব্রত মজুমদার ভবনে ইউসিডব্লুইউ এর পক্ষে রক্ত পতাকা উত্তোলন করেন কালি সান্যাল।বক্তব্য রাখেন নিমাই ঘোষ ও প্রকাশতরু চক্রবর্তি। দুর্গাপুর ইস্পাত কারখানায় রক্ত পতাকা উত্তোলন করেন বিশ্বরূপ ব্যানার্জি ও দুর্গাপুর ইস্পাত কারখানার ভেতরে সিইএম বিভাগে শ্রমিকদের কেন্দ্রীয় জমায়েতে বক্তব্য রাখেন নরেন্দ্র মুর্মু ও সন্দীপ পাল। হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন(সিআইটিইউ) এর পক্ষ থেকে সীমান্ত চ্যাটার্জি জানিয়েছেন দুর্গাপুর ইস্পাত কারখানার শ্রমিক আন্দোলন কে বহুমুখী করার ক্ষেত্রে সিআইটিইউ  এর ঐতিহাসিক ভুমিকা শ্রমিকদের কাছে তুলে ধরা হবে। সন্ধ্যায় বি.টি.রণদিভে ভবনে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন(সিআইটিইউ) এর পক্ষ থেকে সিআইটিইউ এর প্রতিষ্ঠা দিবস উপলক্ষে  আয়োজিত হয় আলোচনা সভা।শ্রমিক আন্দোলনে মতাদর্শের ভুমিকা বিষয়ে আলোচনা করেন সিআইটিইউ এর রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য বিশ্বরূপ ব্যানার্জি । ভারতের ট্রেড ইউনিয়ন আন্দোলনের ইতিহাস নিয়ে আলোচনা করেন সিআইটিইউ এর সর্বভারতীয় সম্পাদকমণ্ডলীর সদস্য ললিত মিশ্র। সভাপতিত্ব করেন স্বপন মজুমদার ।




















No comments:

Post a Comment