Monday 8 May 2023

দুর্গাপুর ইস্পাত কারখানায় শ্রমিকদের “নজরবন্দী” করার প্রয়াসের বিরুদ্ধে শ্রমিক বিক্ষোভ।

 


দুর্গাপুর,৮ই মে : এ যেন চার্লি চ্যাপলিনের “মর্ডার্ন টাইমস” চলচিত্রে শ্রমিকদের “নজরবন্দী” করার প্রয়াসের বাস্তবায়ন করতে চাইছে কেন্দ্রীয় রাষ্ট্রায়ত্ব ইস্পাত উৎপাদনকারী সংস্হা সেইলের অন্তর্ভুক্ত দুর্গাপুর ইস্পাত কারখানা ও অ্যালয় স্টিল প্ল্যান্টের কর্তৃপক্ষ।অনেকদিন ধরে কুখ্যাত পেগাসাস নজরদারির মতই শ্রমিকদের ইলেক্ট্রনিক সারভাইলেন্স এর আওতায় আনার জন্য প্রয়াস চালিয়ে যাচ্ছিল কর্তৃপক্ষ। প্রথমে বায়োমেট্রিক হাজিরা ও তারপরে এলএমএস ( লিভ ম্যানেজমেন্ট সিস্টেম ) এর মধ্য দিয়ে এই অপচেষ্টা শুরু হয়। সিআইটিইউ এর ডাকে শ্রমিকদের প্রবল প্রতিরোধের মুখে সেই প্রচেষ্টা থমকে যায় ।ইতিমধ্যে কোভিড অতিমারির সময় কর্তৃপক্ষ নিজেই বায়োমেট্রিক হাজিরা বন্ধ রাখতে বাধ্য হয় । এই ঘটনায় আরো একবার সিআইটিইউ এর বলিষ্ঠ বক্তব্যের যথার্থতা ও কর্তৃপক্ষের বক্তব্যের অসারতা শ্রমিকদের কাছে স্পষ্ট হয়ে যায় । কিন্তু কোভিড অতিমারির ভয়াবহ অবস্হার মধ্যে শ্রমিকদের ঝুঁকি নিয়ে কাজ চালিয়ে যাওয়ার ফলে দুর্গাপুর ইস্পাত কারখানার ৫৫ বছরের ইতিহাসে সর্বোচ্চ পরিমানের উৎপাদন - উৎপাদনশীলতা ও মুনাফা অর্জিত হয়েছে । এই সাফল্য অর্জিত হয়েছে কোনরকম “নজরবন্দী” ব্যবস্হা ছাড়াই । এই দাবি জানিয়ে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন(সিআইটিইউ) এর পক্ষ থেকে বিশ্বরূপ ব্যানার্জি বলেন যে এই বিশাল সাফল্যের পরেও দুর্গাপুর ইস্পাত কারখানা ও তদুপরি সেইল-আরআইএনএল এর শ্রমিকরা পুর্নাঙ্গ বেতন-চুক্তি,৩৯ মাসের এরিয়ার সহ বহু ন্যায্য বকেয়া পাননি,ঠিকা শ্রমিকরা এক পয়সা পাননি, ঠিকা শ্রমিকদের বেতন-চুক্তিতে অন্তর্ভুক্ত করা হয় নি । এই অবস্হায়,খবরে প্রকাশ,প্রায় চারশ কোটি টাকা খরচ করে বেসরকারী সংস্হার নিয়ন্ত্রনাধীন শ্রমিকদের “নজরবন্দী” করার জন্য ইলেক্ট্রনিক সারভাইলেন্স ব্যবস্হা চালু করতে চাইছে । যার সাম্প্রতিকতম অপচেষ্টার নমুনা হল আরএফআইডি ( রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন ডাটা ) চালু করে বাঘ বা অন্যান্য জন্তু-জানোয়ার বা পাখিদের গলায় রেডিও কলার ঝোলানোর মত শ্রমিকদের গলায় রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টি কার্ড ঝোলানোর মত অমানবিক প্রচেষ্টা যা হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন(সিআইটিইউ) এর পক্ষ থেকে কোনভাবেই মানা হবে না । কর্তৃপক্ষের এই অপচেষ্টা কে প্রবল ভাবে বিরোধীতা করে আজ সকালে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন(সিআইটিইউ) এর ডাকে দুর্গাপুর ইস্পাত কারখানার অর্জুন মুর্তির ও আরএমএইচপি বিভাগে দুটি পৃথক শ্রমিক সমাবেশে বক্তব্য রাখেন সীমান্ত চ্যাটার্জি,প্রদ্যুত মুখার্জি,দেবাশিস পাল,র্নাকর পণ্ডিত ও বিশ্বরূপ ব্যানার্জি। কর্তৃপক্ষের কাছে স্মারকলিপিও জমা দেওয়া হয়।

  অন্যদিকে,আজ সন্ধ্যায়, ইস্পাতনগরীর অশোক এভিন্যুর খোলা মার্কেটে,সারা ভারত গনতান্ত্রিক মহিলা সমিতির প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সংগঠনের দুর্গাপুর ইস্পাত এ-জোন আঞ্চলিক কমিটির পক্ষ থেকে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।


















No comments:

Post a Comment