Wednesday 5 July 2023

দুর্গাপুর ইস্পাত কারখানা ও অ্যালয় স্টিল প্ল্যান্টে শ্রমিক বিক্ষোভ।

 


দুর্গাপুর,৫ই জুলাই : ঠিকা স্থায়ী শ্রমিকদের বেতন চুক্তি সহ অন্যান্য বকেয়া দাবির ফয়সালার বিষয়ে সেইল কর্তৃপক্ষের চরম উদাসীনতা লক্ষ্য করা যাচ্ছে। এর সাথে যুক্ত হয়েছে একতরফা সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা। ঠিকা শ্রমিকদের সম্মানজনক ন্যায্য বেতন চুক্তি এবং দীর্ঘদিনের উপেক্ষিত দাবিগুলো আদায়ের লক্ষে সিআইটিইউ-ভুক্ত ইস্পাত ঠিকা শ্রমিক ইউনিয়ন গুলি আজ  দুর্গাপুর ইস্পাত কারখানা ও অ্যালয় স্টিল প্ল্যান্টে বিক্ষোভ দেখায়। এ এস পি কন্ট্রাক্টর এমপ্লয়ীজ ইউনিয়ন(সিআইটিইউ) হিন্দুস্থান স্টীল এমপ্লয়ীজ ইউনিয়ন(সিআইটিইউ) এর যৌথ আহ্বানে আজ সকালে  মিশ্র ইস্পাত কারখানার শ্রমিক চক থেকে সি জি এম ইনচার্জ ওয়ার্কস অফিস পর্যন্ত ঠিকা ও স্হায়ী শ্রমিকদের এক যৌথ মিছিল হয়। লড়াই করেই বকেয়া দাবিদাওয়া আদায়ের বার্তা দেওয়া হয় এই মিছিল থেকে। মিছিল শেষে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন নবেন্দু সরকার এবং বিশ্বজিৎ ধরচৌধুরী।একই দাবিতে দুর্গাপুর ইস্পাত কারখানার মেইন গেটে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন স্টিল ওয়ার্কারস ফেডারেশন অফ ইন্ডিয়া সিআইটিইউ) এর সর্বভারতীয় সম্পাদক ললিত মোহন মিশ্র, নিমাই ঘোষ(ইউসিডব্লুইউ) ,প্রদ্যুৎ মুখার্জী(এনএসপিসিএলইউ) ,আশিসতরু চক্রবর্তী(টিসিইইউ) ও আশিস মিশ্র(ইউসিডব্লুইউ)।













No comments:

Post a Comment