Saturday 22 July 2023

অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারিদের কনভেনশন অনুষ্ঠিত হোল।

 


দুর্গাপুর,২২শে জুলাই : আজ সন্ধ্যায়,ইস্পাতনগরীর এ-জোনে ডিভিসি অডিটোরিয়ামে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন(সিআইটিইউ) এর উদ্যোগে বয়োঃজেষ্ঠ নাগরিকদের বিভিন্ন দাবি আদায়ের লক্ষে আন্দোলন গড়ে তোলার ডাক দিয়ে অবসরপ্রাপ্ত ইস্পাত শ্রমিকদের সভা হোল । উপস্হিত ছিলেন মলয় ভট্টাচার্য,শুভাশিষ গুপ্ত সহ অন্যান্য নেতৃবৃন্দ।সভায় বক্তব্য রাখেন বিশ্বরূপ ব্যানার্জি ,সীমান্ত চ্যাটার্জী ও স্বপন মজুমদার।বক্তারা সেইলের অবসরপ্রাপ্ত ইস্পাত শ্রমিকদের কোয়ার্টার(লিজ/লাইসেন্স),মেডিক্লেম,হাসপাতালে চিকিৎসা সহ বিভিন্ন সমস্যার বিষয়ে ইউনিয়নের দৃষ্টভঙ্গী তুলে ধরেন। সেইল কর্তৃপক্ষের অবসরপ্রাপ্ত ইস্পাত শ্রমিকদের প্রতি বিভিন্ন ধরনের অবহেলা-বঞ্চনার বিরুদ্ধে ইউনিয়নের ধারাবাহিক লড়াই-আন্দোলনের সাফল্য-ব্যার্থতার কথা তুলে ধরে ইউনিয়নের অবসরপ্রাপ্ত ইস্পাত শ্রমিক শাখার নেতৃত্বে অবসরপ্রাপ্ত ইস্পাত শ্রমিক সহ বয়োঃজেষ্ঠ নাগরিকদের জন্য ২০১১ সালে ভারত সরকারের কাছে দাখিল করা ড. ভি মোহিনী গিরি কমিশনের রিপোর্ট কার্যকর,সিআইটিইউ পরিচালিত পেনশন প্রাপকদের সংগঠন কে মজবুত করা সহ বিভিন্ন দাবি আদায়ের লক্ষে জোরদার আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান ।








No comments:

Post a Comment