Monday 3 July 2023

বয়োঃজেষ্ঠ নাগরিকদের বিভিন্ন দাবি আদায়ের লক্ষে আন্দোলন গড়ে তোলার ডাক দিল সিআইটিইউ ।

 


দুর্গাপুর,৩রা জুলাই : আজ বিকালে,ইস্পাতনগরীর বি.টি. রণদিভে ভবনে, হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন(সিআইটিইউ) এর উদ্যোগে বয়োঃজেষ্ঠ নাগরিকদের বিভিন্ন দাবি আদায়ের লক্ষে আন্দোলন গড়ে তোলার ডাক দিয়ে অবসরপ্রাপ্ত ইস্পাত শ্রমিকদের সভা হোল । উপস্হিত ছিলেন রথীন রায়,সুখময় বোস সহ অতীত দিনের শ্রমিক আন্দোলনের নেতৃবৃন্দ সহ বয়োঃজেষ্ঠ নাগরিকবৃন্দ।সভায় বক্তব্য রাখেন বিশ্বরূপ ব্যানার্জি ,সীমান্ত চ্যাটার্জী ও স্বপন মজুমদার।বক্তারা সেইলের অবসরপ্রাপ্ত ইস্পাত শ্রমিকদের কোয়ার্টার(লিজ/লাইসেন্স),মেডিক্লেম,হাসপাতালে চিকিৎসা সহ বিভিন্ন জ্বলন্ত সমস্যার বিষয়ে ইউনিয়নের দৃষ্টভঙ্গী তুলে ধরে সেইল কর্তৃপক্ষের অবসরপ্রাপ্ত ইস্পাত শ্রমিকদের প্রতি অবহেলা-বঞ্চনার বিরুদ্ধে ইউনিয়নের ধারাবাহিক লড়াই-আন্দোলনের সাফল্য-ব্যার্থতার কথা তুলে ধরে ইউনিয়নের অবসরপ্রাপ্ত ইস্পাত শ্রমিক শাখার নেতৃত্বে অবসরপ্রাপ্ত ইস্পাত শ্রমিক সহ বয়োঃজেষ্ঠ নাগরিকদের জন্য ২০১১ সালে ভারত সরকারের কাছে দাখিল করা ড. ভি মোহিনী গিরি কমিশনের রিপোর্ট কার্যকর,সিআইটিইউ পরিচালিত পেনশন প্রাপকদের সংগঠন কে মজবুত করা সহ বিভিন্ন দাবি আদায়ের লক্ষে জোরদার আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান ।

অন্যদিকে,আজ সকালে, হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন(সিআইটিইউ) এর ডাকে ইস্পাত শ্রমিকরা দুর্গাপুর ইস্পাত কারখানা ও অ্যালয় স্টিল প্ল্যান্টের মেইন গেটে রাষ্ট্রায়ত্ব ইস্পাত উৎপাদক সংস্হা সেইল-আরআইএনএল এর ঠিকা শ্রমিকদের বেতন চুক্তিতে অন্তর্ভুক্তি,অবিলম্বে পুর্নাঙ্গ বেতন চুক্তি, ঠিকা শ্রমিকদের অবিলম্বে যথাযথ বেতন প্রদান,ইলেক্ট্রনিকস নজরদারি বাতিল সহ অন্যান্য দাবিতে শ্রমিকরা  বিক্ষোভ সমাবেশে যোগ দেন।









No comments:

Post a Comment