Monday 25 December 2023

প্রয়াত পার্টি সদস্য পার্থ প্রতিম চৌধুরী।

 


দুর্গাপুর,২৫শে ডিসেঃ :গত ২২শে ডিসেঃ ইস্পাতনগরীর রানাপ্রতাপ রোডে নিজ বাসভবনে প্রয়াত হয়েছেন প্রবীন পার্টি সদস্য পার্থ প্রতিম চৌধুরী।মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮। তাঁর স্ত্রী,একমাত্র কন্যা,জামাতা ও নাতি বর্তমান। তাঁর মৃত্যু সংবাদ পেয়ে পার্টি নেতৃবৃন্দ তাঁর বাড়ীতে যান। তাঁর মরদেহ রক্তপতাকা ঢেকে দেন সন্তোষ দেবরায়,সুবীর সেনগুপ্ত,দিপক ঘোষ ও অজিত মন্ডল, মরদেহে মাল্যদান করে শ্রদ্ধা জানান পার্টি ও গনআন্দোলনের নেতৃবৃন্দ।

সংক্ষিপ্ত জীবনী : ১১ই মার্চ,১৯৩৫ সালে ঝাড়গ্রামে জন্মগ্রহন করেন পার্থ প্রতিম চৌধুরী। ১৯৬২ সালে দুর্গাপুর ইস্পাত কারখানায় সিইডি গ্যারেজে মেকানিক্যাল বিভাগে শ্রমিক হিসাবে যোগদান করেন ও পরে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ) এর সভ্যপদ গ্রহন করে মাষ্টার রোলে শ্রমিকদের ওয়ার্ক চার্জের দাবিতে আন্দোলন গড়ে তুলতে নেতৃত্বের ভূমিকা পালন করেন। ১৯৬৬ সালে ৫ই আগস্ট দুর্গাপুর ইস্পাত কারখানার ঐতিহাসিক শ্রমিক বিক্ষোভে যোগ দিয়ে তিনি পুলিশী আক্রমনে গুরুতর ভাবে জখম হয়েছিলেন।১৯৭০ সালে আধা ফ্যসিবাদী সন্ত্রাসের দিনে গোপনে ইস্পাতনগরীর আইনস্টাইন রোডে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ) এর দপ্তর খোলা এবং দপ্তর পরিচালনায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। ১৯৭৭ সালে বামফ্রন্ট সরকার গঠিত হলে ডিএসপি এমপ্লয়িজ কো-অপারেটিভের পরিচালন সমিতির সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেন। ১৯৮৪ সালে তিনি পার্টি সভ্যপদ অর্জন করেন। ইউনিয়নের সহকারি সম্পাদক হিসাবেও দায়িত্ব পালন করেছেন।১৯৯৩ সালে তিনি কর্মক্ষেত্র থেকে অবসরগ্রহন করেন।সেক্টর পরিচালনা ও পার্টি দপ্তর পরিচালনা করার ক্ষেত্রেও তিনি দায়িত্ব পালন করেছেন।তাঁর মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করে ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী-র দুর্গাপুর ইস্পাত ৩ এরিয়া কমিটির পক্ষে অজিত মন্ডল প্রয়াত পার্থ প্রতিম চৌধুরীর পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

No comments:

Post a Comment