Saturday 23 December 2023

গনতন্ত্রের ওপর বুলডোজার,১৪৬ সাংসদ কে সাময়িক বহিস্কার করে দানবিক বিল পাস : ইস্পাতনগরীতে প্রতিবাদ সভা।

 


দুর্গাপুর,২৩শে ডিসেঃ : সংসদে অভূতপূর্ব নিরাপত্তা ভঙ্গের ঘটনায়  “মৌনি” সেজে থাকলেন দেশের প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী।তারপরে সংসদে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী বিবৃতি দাবি করার “অপরাধে” ১৪৬ জন বিরোধী সাংসদ কে লোকসভা ও রাজ্যসভা থেকে সাময়িক বহিস্কার করে একের পর এক দানবিক বিল পাস করাল কেন্দ্রের বিজেপি সরকার।দেশবাসী সাক্ষী থাকল “অঘোষিত জরুরী অবস্থা” আরেক ভয়াবহ ঘটনার। কিন্তু এই ফাঁকে রাজ্যের মুখ্যমন্ত্রী দেশের প্রধানমন্ত্রীর সাথে তথাকথিত রাজ্যের বকেয়ার দাবিতে “সাক্ষাত” করলেন কিন্তু কি দাবি পূরন হোল বা হোল না সেই বিবরন জনসমক্ষে না এনে বুঝিয়ে দিলেন যে জনবিরোধী ও স্বৈরাচারী নীতি নিয়ে কেন্দ্রের সরকার ও রাজ্যের সরকার চলেছে,তাতে এটা পরিস্কার যে বিজেপি ও তৃণমূল কংগ্রেসে হল ‘স্বাভাবিক মিত্র’। তাই রাজ্য ও সমগ্র দেশে গনতন্ত্র রক্ষার স্বার্থে ,মেহেনতী মানুষের জীবন-জীবিকা রক্ষার স্বার্থে ক্ষুরধার আন্দোলন গড়ে তুলতে হবে। আজ সন্ধ্যায় ইস্পাতনগরীর এ-জোনের পাঁচ মাথা মোড়ে ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী-র দুর্গাপুর ইস্পাত ১ ও ৩ এরিয়া কমিটির পক্ষে আয়োজিত ১৪৬ সাংসদ কে সাময়িক বহিস্কারের প্রতিবাদে আয়োজিত এক প্রতিবাদ সভায় এই আহ্বান জানালেন বক্তারা। বক্তব্য রাখেন পঙ্কজ রায় সরকার,প্রকাশতরু চক্রবর্তি,প্রদ্যুত মুখার্জি ও সীমান্ত তরফদার। উপস্থিত ছিলেন দিপক ঘোষ,অজিত মন্ডল প্রমুখ।






















No comments:

Post a Comment