Tuesday 26 December 2023

ইস্পাতনগরীতে আহত দোকান-কর্মচারীদের দেখে এলেন সিআইটিইউ এর প্রতিনিধিদল : যথাযথ তদন্ত ও উপযুক্ত ক্ষতিপূরনের দাবি।

 


দুর্গাপুর,২৬শে ডিসেঃ : গতকাল সকালে ইস্পাতনগরীর উইলিয়াম কেরী রোডে  দুই দোকান কর্মচারীর অস্বাভাবিক মৃত্যু হয়। আশংকাজনক অবস্থায় আরো ছয় দোকান কর্মচারী স্থানীয় এক হাসপাতালে ভর্তি করা হয়। আজ সিআইটিইউ এর পশ্চিম বর্ধমান জেলার অসংগঠিত ক্ষেত্রের শ্রমিক-কর্মচারীদের সংগঠক আশিস সিংহ রায় সহ বিশ্বরূপ ব্যানার্জি ও সীমান্ত চ্যাটার্জীর নেতৃত্বে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ) এর এক প্রতিনিধি দল আই-কিউ হাসপাতালে গিয়ে চিকিৎসাধীন আহত দোকান কর্মচারীদের সাথে দেখা করে তাদের শারীরিক অবস্থার বিষয়ে খোঁজ নিয়েছেন। তারা দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকদের সাথেও কথা বলেছেন। ইউনিয়নের প্রতিনিধি দলের পক্ষে বিশ্বরূপ ব্যানার্জি জানিয়েছেন যে হাসপাতালে ভর্তি সন্তোষ রুইদাস,সরেস রুইদাস,সুরেন্দ্রনাথ রুইদাস ও রাম বাগদি – এই চার আহত তরুন দোকান কর্মচারীদের সাথে দেখা করেছেন। এদের প্রত্যেকের বাড়ী বাঁকুড়ার রামহরিপুরের বালিজোড়া গ্রামে। সি.আই.টি.ইউ এর পক্ষ থেকে ক্ষতিগ্রস্থ পরিবারদের পাশে থাকা হবে বলে তিনি জানিয়েছেন এবং যথাযথ তদন্ত ও উপযুক্ত ক্ষতিপূরনের দাবি করেছেন।






No comments:

Post a Comment