Wednesday 6 December 2023

সাম্প্রদায়িক সম্প্রীতি-সামাজিক ঐক্য-সৌভ্রাতৃত্ব মজবুত করার ডাক দিয়ে ইস্পাতনগরীতে পালিত হোল ৬ই ডিসেঃ।

 


দুর্গাপুর,৬ই ডিসেঃ : আজ ৬ই ডিসেঃ।বাবরি মসজিদ ধ্বংসের ৩১-তম বার্ষিকী বাবা সাহেব আম্বেদকারের ৬৭-তম মৃত্যুবার্ষিকীর দিনে ইস্পাতনগরীতে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি-সামাজিক ঐক্য-সৌভ্রাতৃত্ব মজবুত করার ডাক দেওয়া হল।এই উপলক্ষে,আজ সকালে,হিন্দুস্থান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সিআইটিইউ )-এর উদ্যোগে ইস্পাতনগরীর অশোক এভিন্যু থেকে তিলক রোডে হিন্দুস্থান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সিআইটিইউ )-এর অ্যালয় স্টিল প্ল্যান্ট শাখার ইউনিয়ন দপ্তর পর্যন্ত সম্প্রীতির দৌড় হয়। ক্ষুদে ক্রীড়াবিদদের সাথে দুর্গাপুরের বিশিষ্ট ক্রীড়াবিদরাও এই দৌড়ে অংশ গ্রহন করেন। দৌড় শুরুর আগে সাম্প্রদায়িক সম্প্রীতি-সামাজিক ঐক্য-সৌভ্রাতৃত্ব মজবুত করার অঙ্গীকার করার শপথ নেন ক্রীড়াবিদরা। শপথ বাক্য পাঠ করান বিশ্বরূপ ব্যানার্জি। দৌড়ের উদ্বোধন করেন ললিত মোহন মিশ্র ও সীমান্ত চ্যাটার্জি। দৌড়ের শেষে ক্রীড়াবিদদের অভ্যর্থনা জানান নবেন্দু সরকার,নন্দগোপাল দাস সহ ইউনিয়নের অন্যান্য নেতৃবৃন্দ।সকালে অপর আরেকটি অনুষ্ঠানে সাম্প্রদায়িক সম্প্রীতিকে মজবুত করার আহ্বান জানিয়ে , ভারতের গনতান্ত্রিক যুব ফেডারেশনের বি'জোন আঞ্চলিক কমিটির পক্ষ থেকে চন্ডিদাস রোড সেক্টর অফিসে রক্তদান শিবিরের আয়োজন করা হয়।তিন জন মহিলা সহ মোট একুশ জন রক্তদান করেন। বিগত ১৯৯৪ সাল থেকে, প্রতিবছর ৬ই ডিসেম্বর রক্তদান শিবির করার মধ্য দিয়ে ভারতের গনতান্ত্রিক যুব ফেডারেশনের বি'জোন আঞ্চলিক কমিটির পক্ষ থেকে এই দিনটি সাম্প্রদায়িক সম্প্রীতি দিবস পালন করা হয়।সন্ধ্যায় বি.টি. রণদিভে ভবনে পঃবঙ্গ গনতান্ত্রিক লেখক শিল্পী সংঘের দুর্গাপুর ইস্পাত অঞ্চল সমিতির পক্ষ থেকে অঞ্চলের পত্রিকা ‘ইস্পাতের কলম’ এর বার্ষিক সংখ্যা প্রকাশ করা হয়। এই উপলক্ষে,”ইতিহাসের বিকৃতি সভ্যতার বিকৃতি”-শীর্ষক আলোচনা সভায় আলোচক ছিলেন চন্দননগর মহাবিদ্যালয়ের অধ্যাপিকা সুদীপ্তা পাল। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন বিশিষ্ট শিল্পী গৌতম দত্ত।




























No comments:

Post a Comment