Tuesday, 30 April 2024

দূর্নীতিতে তৃণমূল কংগ্রেস ও বিজেপি-র দুষ্টচক্র ধ্বংস করতে বাম ও কংগ্রেস প্রার্থীদের জয়ী করুন : শতরূপ ঘোষ।

 


দুর্গাপুর,৩০শে এপ্রিল : আজ সন্ধ্যায় সেইল সমবায় আবাসন অঞ্চলে কবিগুরু মোড়ে ( দ্বিতীয় স্টপেজ ) বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রে বামফ্রন্ট মনোনীত জাতীয় কংগ্রেস সমর্থিত সিপিআই-এম প্রার্থী ও বিশিষ্ট শিক্ষাবিদ ড. সুকৃতি ঘোষালের সমর্থনে এক বিরাট জনসভায় এই মন্তব্য করেছেন। তিনি বলেন যে ২০১৯ সালে লোকসভা নির্বাচনে বিজেপি-র পঃ বঙ্গে আঠারো জন সাংসদ নির্বাচিত হলেও পঃ বঙ্গের জন শিল্প,শিক্ষা,গবেষনা,পরিকাঠামোর জন্য কোন উল্ল্যেখ যোগ্য প্রকল্প আনতে পারে নি । নির্বাচনী বণ্ডে কর্পোরেটদের ‘স্নেহধন্য’ বিজেপি ও তৃণমূল কংগ্রেস উভয়েই । এই প্রসঙ্গে তিনি কোভিডের টিকা “কোভিশিল্ড” এর ভয়াবহ কেলেংকারীর কথা উল্লেখ করেন । তিনি বলেন যে দেশ ও রাজ্যে দূর্নীতির হোতা বিজেপি ও তৃণমূল কংগ্রেস এই দূর্নীতির যে দুষ্টচক্র গড়ে তুলেছে তা ধ্বংস করতে তিনি বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রে বামফ্রন্ট মনোনীত জাতীয় কংগ্রেস সমর্থিত সিপিআই-এম প্রার্থী ও বিশিষ্ট শিক্ষাবিদ ড. সুকৃতি ঘোষাল কে জয়ী করার আহ্বান জানান। এছাড়াও বক্তব্য রাখেন পার্টি নেতা স্বপন সরকার ও ভারতের জাতীয় কংগ্রেসের পক্ষে রবীন গাঙ্গুলি।









































Saturday, 27 April 2024

দুর্ণীতির মদতদাতা ও দুষ্কৃতিদের মদতদাতা তৃণমূল কংগ্রেস ও বিজেপি কে পরাস্ত করুন : কৌস্তভ চ্যাটার্জি।

 


দুর্গাপুর,২৭শে এপ্রিল : আজ ইস্পাতনগরীর অশোক এভিন্যুর খোলা মার্কেট ময়দানে বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রে বামফ্রন্ট মনোনীত জাতীয় কংগ্রেস সমর্থিত সিপিআই-এম প্রার্থী ও বিশিষ্ট শিক্ষাবিদ ড. সুকৃতি ঘোষালের সমর্থনে ভীড়ে ঠাসা এক নির্বাচনী জনসভায় এই কথা বলেন পার্টি নেতা কৌস্তভ চ্যাটার্জি ।তিনি অভিযোগ করেন যে উভয় দল পরস্পরের দিকে আঙ্গুল তুলে যে নাটক করে চলেছে তার আসল উদ্দেশ্য হোল উভয়ের দুর্ণীতি কে আড়াল করা,সন্দেশখালি থেকে মনিপুর পর্যন্ত উভয়ের অপরাধ আড়াল করা এবং সেই ফাঁকে জনগনের প্রকৃত সমস্যা কে আড়াল করা। অন্য দিকে মানুষের সমস্যা কে তুলে ধরছে বাম ও কংগ্রেস। সংকটাপন্ন দুর্গাপুর-শিল্পাঞ্চল কে বাঁচানোর জন্য লড়াই করছে।তাই যখন এই কেন্দ্রে বামফ্রন্ট মনোনীত জাতীয় কংগ্রেস সমর্থিত সিপিআই-এম প্রার্থী ড. সুকৃতি ঘোষালের পক্ষে সমর্থনের ঝড় উঠেছে,তখন বিজেপি-র প্রার্থীর পক্ষে তৃণমূল কংগ্রেস ও বিজেপি-র তলে তলে সমঝোতা করার জন্য অনভিজ্ঞ প্রার্থী দাঁড় করিয়েছে। মানুষের কাছেও এই গোপন-সমঝোতা পরিষ্কার হয়ে যাচ্ছে। তিনি এই ঘৃণ্য চক্রান্ত ব্যর্থ করে বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রে বামফ্রন্ট মনোনীত জাতীয় কংগ্রেস সমর্থিত সিপিআই-এম প্রার্থী ও বিশিষ্ট শিক্ষাবিদ ড. সুকৃতি ঘোষাল কে জয়ী করার আহ্বান জানান।

এছাড়াও বক্তব্য রাখেন ভারতের জাতীয় কংগ্রেসের পঃ বর্ধমান জেলার সভাপতি দেবেশ চক্রবর্তী ও ললিত মোহন মিশ্র।