Wednesday 16 July 2014

বিশ্ব কমিইনিষ্ট আন্দোলনের মতাদর্শগত বিভ্রান্তির যুগে কমরেড জ্যোতি বসুর নেতৃত্বে ভারতের কমিউনিষ্ট পার্টি ( মার্কসবাদী ) সঠিক মতাদর্শগত অবস্হান গ্রহন ও প্রয়োগে সফল হয়ছিল : কমঃ অরিন্দম কোঙার

  
         


দুর্গাপুর , ১৬ই জুলাই : কমরেড জ্যোতি বসুর জন্ম-শতবর্ষ উপলক্ষ্যে ও কমরেড বিটি রণদিভের স্মরণে , ভারতের কমিউনিষ্ট পার্টি ( মার্কসবাদী )-র দুর্গাপুর ১এ জোনাল কমিটির উদ্যোগে গত এক বৎসর ধরে বিভিন্ন কর্মসূচী গ্রহন করা হয়েছে ।  আজ এই উপলক্ষ্যে , ইস্পাতনগরীর বি’জোনের দেশবন্ধু ভবনে ,” কমরেড জ্যোতি বসুর কর্মধার আলোকে বর্তমান পরিস্হিতে আমাদের করনীয় কাজ “ শীর্ষক স্মারক বক্তৃতা আয়োজন করা হয় । আলোচক ছিলেন  ভারতের কমিউনিষ্ট পার্টি ( মার্কসবাদী )-র বর্ধমান জেলা কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য কমঃ অরিন্দম কোঙার । ভারতের কমিউনিষ্ট আন্দোলন এবং শ্রমিক আন্দোলনের এই মহান নেতৃত্বদ্বয়ের সাথে দুর্গাপুরের সম্পর্ক বিশেষ করে ইস্পাত শ্রমিক আন্দোলনের ওতপ্রোত সম্পর্ক ছিল । সেই সম্পর্কের কথা স্মরণ করে ভারতের কমিউনিষ্ট পার্টি ( মার্কসবাদী )-র দুর্গাপুর ১এ জোনাল কমিটির পক্ষ থেকে ,” দুই কিংবদন্তি ও সংগ্রামী দুর্গাপুর  “ নামে এক স্মরণিকা প্রকাশ করা হয়েছে । সেই স্মরণিকা কমঃ অরিন্দম কোঙারের হাতে তুলে দেন ভারতের কমিউনিষ্ট পার্টি ( মার্কসবাদী )-র দুর্গাপুর ১এ জোনাল কমিটির সম্পাদক কমঃ সন্তোষ দেবরায় । ভীড়ে ঠাসা এই সভায় সভাপতিত্ব করেন কমঃ সন্তোষ দেবরায় । 

      










No comments:

Post a Comment