Saturday 19 July 2014

কমরেড জ্যোতি বসুর জন্ম শতবার্ষিকী উপলক্ষ্যে আলোচনাসভা ।

দুর্গাপুর , ১৯শে জুলাই : আজ , ইস্পাতনগরীর আশীষ-জব্বর ভবনে ,  কমরেড জ্যোতি বসুর জন্ম শতবার্ষিকী উপলক্ষ্যে ভারতের কম্যুনিষ্ট পার্টি ( মার্কসবাদী )-র দুর্গাপুর ১বি জোনাল কমিটির উদ্যোগে ,” কমরেড জ্যোতি বসুর জীবনালোকে আমাদের দায়িত্ব ও কর্তব্য “ শীর্ষক    আলোচনাসভা  অনুষ্ঠিত হয় । আলোচনা করেন ভারতের কম্যুনিষ্ট পার্টি ( মার্কসবাদী )-র পঃ বঙ্গ রাজ্য কমিটির সদস্য কমঃ রথীন রায় । তিনি বলেন যে কমরেড জ্যোতি বসুর নেতৃত্ব পার্টি সঠিক মতাদর্শগত অবস্হান থেকে , ভারতের সংসদীয় গনতান্ত্রিক কাঠামোর মধ্যে শ্রমিক-কৃষকের মৈত্রীকে ভিত্তি করে  যে শক্তিশালী গন-আন্দোলন গড়ে তুলেছে , তা বিশ্ব কম্যুনিষ্ট আন্দোলনে অন্যন্য নজীর সৃষ্টি করেছে । দুর্গাপুরের শক্তিশালী শ্রমিক-কৃষক আন্দোলন গড়ে তোলার জন্য কমরেড জ্যোতি বসুর অসামান্য অবদানের কথাও তিনি উল্ল্যেখ করেন । সভাপতিত্ব করেন কমঃ সুশান্ত ব্যানার্জী । 



No comments:

Post a Comment