Monday 21 July 2014

শহীদ কমরেড নীরদ মন্ডলের স্মরনসভা পালিত হল ।

        


দুর্গাপুর , ২১শে : আজ , ইস্পাতনগরী দুর্গাপুর সংলগ্ন কমলপুরে , সারা ভারত কৃষকসভার পারুলিয়া অঞ্চল কমিটির পক্ষ থেকে শহীদ কমরেড নীরদ মন্ডলের স্মরনে সভা করা হল কমলপুর বাসষ্ট্যান্ড সংলগ্ন মাঠে । ১৯৮৪ সালে আজকের দিনে কংগ্রেসী ঘাতকবাহিনী নৃশংসভাবে খুন করেছিল কৃষকসভার আগুসারির কর্মী কমরেড নীরদ মন্ডলকে । শহীদবেদীতে মাল্যদানের মধ্য দিয়ে সভার কাজ শুরু হয় । প্রধান বক্তা ভারতের কমিউনিষ্ট পার্টি ( মার্কসবাদী )-র বর্ধমান জেলা কমিটির সদস্য  কমঃ নির্মল ভট্টাচার্য বলেন যে , সমাজ পরিবর্তনের লড়াইএ সামিল বামপন্হীরা মৃত্যুকে ভয় পায় না । সেদিন কমঃ নীরদ মন্ডল প্রান দিয়েছিলেন বামফ্রন্টকে রক্ষা করতে , আজকে পঃ বঙ্গে বামপন্হীরা খুন হচ্ছেন , আক্রান্ত হচ্ছেন , তৃণমূলের হাতে ভুলুন্ঠিত গনতন্ত্র পুনরুদ্ধার লড়াইএ নেতৃত্ব দিচ্ছে বলে । কিন্তু যতই আক্রমন করা হোক ,  বামপন্হীরা নতজানু হবে না , মেহেনতী মানুষের স্বার্থে শক্তিশালী  গন-আন্দোলন গড়ে তুলবেন।কমঃ নির্মল ভট্টাচার্য আরও বলেন যে , যতই প্রচার করা হোক , এই গনতন্ত্র পুনরুদ্ধার লড়াইএর ঝান্ডা বিজেপি বহন করতে পারে না কারন তারা ভারতের কর্পোরেট শক্তি ও সাম্প্রদায়িক শক্তির মেলবন্ধনে তৈরি সেই কট্টর শক্তি , যারা তৃণমূলের মতই মানুষের গনতান্ত্রিক অধিকার ও রুটিরুজির লড়াই এর ভয়ংকর বিরোধী ।  এছাড়াও সভায় বক্তব্য রাখেন কমঃ কাজল চ্যাটার্জী ও অজিত মন্ডল । সভাপতিত্ব করেন কমঃ ধীরাজ দাস । 




No comments:

Post a Comment