Friday 18 July 2014

অবিলম্বে বকেয়া দাবীপূরন ও একতরফা ভাবে বিদ্যুৎ-বাড়ীভাড়া বৃদ্ধির অপচেষ্টার বিরুদ্ধে দুর্গাপুর ইস্পাত কারখানায় শ্রমিকদের বিক্ষোভ-সমাবেশ ।

 দুর্গাপুর , ১৮ই জুলাই : আজ  ,  দুর্গাপুর ইস্পাত কারখানার ইডি ওয়ার্কসে , হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সিআইটিউ ) এর ডাকে বৃষ্টি উপেক্ষা করে ব্যাপক সংখ্যায় শ্রমিকরা  বিক্ষোভ-সমাবেশে অংশ গ্রহন করেছেন । দুর্গাপুর ইস্পাত কারখানার উৎপাদন রেকর্ড পরিমানে বৃদ্ধি পেলেও , দীর্ঘদিন ধরে কর্তৃপক্ষ শ্রমিকদের  বিভিন্ন ন্যায়সংগত বকেয়া  দাবীদাওয়ার পূরনের বিষয়ে উদাসীন । ক্যান্টিন ভাতা , নতুন ইনসেনটিভ স্কীম ও ডিপিআই পুনরায় চালু করার মত ন্যায্য দাবীগুলির বিষয়ে  টালবাহানার মধ্যেই কর্তৃপক্ষ একতরফাভাবে  বিদ্যুৎ-বাড়ীভাড়ার উপরে ভর্তুকি প্রত্যাহার করে বিদ্যুৎ-বাড়ীভাড়া বৃদ্ধির অপচেষ্টা করছে । আজকের সমাবেশে , ইউনিয়নের নেতৃবৃন্দের পক্ষ থেকে কর্তৃপক্ষের এইধরনের আচরনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ ব্যক্ত করে , অবিলম্বে বকেয়া দাবী পূরন না করা হলে ,বৃহত্তর লড়াইএর ডাক হয় এবং স্বৈরতান্ত্রিক কায়দায় বিদ্যুৎ-বাড়ীভাড়া বৃদ্ধির কর্তৃপক্ষের অপচেষ্টার বিরুদ্ধে হুঁশিয়ারি দেওয়া হয় । কমঃ ললিত মিশ্রের নেতৃত্বে ইউনিয়নের এক প্রতিনিধিদল ইডি ওয়ার্কসের কাছে এই বিষয়ে একটি স্মারকলিপি জমা দেয় এবং ফিরে এসে সভাকে আলোচনার বিষয়ে বক্তব্য রাখেন । এছাড়াও বক্তব্য রাখেন কমঃ অরুন চৌধুরী ও কাজল মজুমদার । সভাপতিত্ব করেন কমঃ কাজল মজুমদার 

No comments:

Post a Comment