Thursday 3 July 2014

খুন-ধর্ষনের উস্কানিদাতাকে মহিলা মুখ্যমন্ত্রী আশ্রয় দিচ্ছে কেন ? – প্রশ্ন করছে ইস্পাতনগরীর মহিলারা ।

                                 


দুর্গাপুর , ৩রা জুলাই : বামপন্হীদের বিরুদ্ধে খুন ও ধর্ষনকে  রাজনৈতিক হাতিয়ার হিসাবে ব্যবহার করার পক্ষে  প্রকাশ্যেই ভয়ংকর প্রচার চালাচ্ছে কৃষ্ণনগরের  তৃণমূলী সাংসদ তাপস পাল । সেই খুন-ধর্ষনের উস্কানিদাতাকে মহিলা মুখ্যমন্ত্রী আশ্রয় দিচ্ছে কেন ? এই প্রশ্নে আজ আসমুদ্র হিমাচল জুড়ে প্রতিবাদের ঝড় উঠেছে । সেই প্রতিবাদের ঝড় আছড়ে পড়েছে  ইস্পাতনগরীতেও ।  প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে , ভারতের গনতান্ত্রিক মহিলা সমিতির দুর্গাপুর ১নং জোনাল কমিটির ডাকে , আজ সন্ধ্যায়  মহিলারা ইস্পাতনগরীর বি’জোন চণ্ডীদাস বাজারের মোড়ে পথসভায় হাজির হয়েছিলেন । বহুসংখ্যক সাধারন মানুষ ও পথচারীরাও  সভায় বক্তাদের কথা মনোযগ সহকারে শুনেছেন । বক্তব্য রাখেন কমঃ আল্পনা চৌধুরী ও শুভ্রা গাঙ্গুলী । সভাপতিত্ব করেন কমঃ অপর্না  পাল। 


          


No comments:

Post a Comment