Wednesday 27 August 2014

দুর্গাপুর ইস্পাত কারখানা কর্তৃপক্ষের স্বেচ্ছাচারীতার বিরুদ্ধে শ্রমিক-কর্মচারী-অবসরপ্রাপ্তদের প্রবল গণ-বিক্ষোভ ।

                                      

দুর্গাপুর , ২৭শে আগষ্ট : আজ , হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়নের ( সিআইটিউ ) আওহ্বানে দুর্গাপুর ইস্পাত কারখানার সিইও – দফ্তর ( অ্যাডমিন বিল্ডিং) চল অভিযানে সামিল হয়ে দুর্গাপুর ইস্পাত ও মিশ্র ইস্পাত কারখানার শ্রমিক-কর্মচারী-অবসরপ্রাপ্ত ও ইস্পাতনগরী এবং সন্নিহিত অঞ্চলের অধিবাসিরা প্রবল বিক্ষোভ দেখান । পঃ বঙ্গের পরিবর্তনের সরকার আসার পরে দুর্গাপুর ইস্পাত ও মিশ্র ইস্পাত কারখানা ও ইস্পাতনগরী এবং সন্নিহিত অঞ্চলে কালো দিন নেমে এসেছে ।বর্তমানে দোসর হয়েছে জন-বিরোধী শ্রমিক-বিরোধী নয়া-উদারনীতিবাদের কট্টর প্রবক্তা মোদি-সরকার । কেন্দ্র ও রাজ্য – উভয় সরকারের মদতে দুর্গাপুর ইস্পাত ও মিশ্র ইস্পাত কারখানার কর্তৃপক্ষ শ্রমিক-কর্মচারীদের অধিকারের উপর স্টিম-রোলার চালাচ্ছে । শ্রমিক ইউনিয়নদের সাথে বিনা আলোচনায় কর্তৃপক্ষ হাউস রেন্ট অ্যালাউন্স , ক্যান্টিন অ্যালাউন্স বন্ধ করেছে , বিদ্যুৎের দাম ২০০ গুন বৃদ্ধি করেছে ! লিজ / লাইসেন্স হোল্ডারদের বিদ্যুৎের দাম এক ধাক্কায়  ইউনিট প্রতি ১ টাকা ৭৭ পয়সা বৃদ্ধির সাথে সাথে এই বৃদ্ধি ২০১১ সাল থেকে ধরা হবে বলে কর্তৃপক্ষ তুঘলকি ফরমান জারি করছে । অথচ ইস্পাতনগরী জুড়ে শাসকদল ও কর্তৃপক্ষের একাংশের মদতে বেআইনী বিদ্যুৎ সংযোগের কারবারের বিষয়ে কর্তৃপক্ষ আশ্চর্য্যজনক ভাবে উদাসীন ! যথাযথ রক্ষনাবেক্ষনের অভাবে  ইস্পাতনগরীর কোয়ার্টার গুলি জরাজীর্ণ , রাস্তাঘাটের অবস্হা বেহাল , রাস্তার লাইট ঠিকমত জ্বলে না । স্বাস্হ্য ব্যবস্হা ভেঙ্গে পড়েছে । হাসপাতালে ওষুধ অমিল , উপযুক্ত স্বাস্হ্য-কর্মী নিয়োগের বদলে অদক্ষদের নিয়োগ করে শ্রমিক-কর্মচারী-অবসরপ্রাপ্ত ও তাদের পরিবারের সদস্যদের জীবন নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে ।  দুর্গাপুর ইস্পাত কারখানার একের পর এক ঐতিহ্যবাহী স্কুল বন্ধ করা হচ্ছে , প্যারা-টিচারদের স্হায়ী করার বদলে একে একে ছাঁটাই করে বাকী স্কুলগুলিকে বন্ধ করার চেষ্টা চলছে অথচ রাজ্য সরকারের শিক্ষা-দফ্তর এ বিষয়ে প্রয়োজনীয় হস্তক্ষেপ করছে না। ইস্পাতনগরীর  সন্নিহিত অঞ্চলের উন্নতির জন্য দায়বদ্ধতা থাকলেও , সিএসআর-এর কোটি কোটি টাকা টাকা কর্তৃপক্ষ কোথায় ব্যয় করছে সেই নিয়ে প্রশ্ন উঠেছে । সেইলের অন্যান্য জায়গায় কোয়ার্টার লিজিং-লাইসেন্সিং এর ব্যবস্হা করা হলেও  দীর্ঘদিন ধরে দুর্গাপুর ইস্পাত ও মিশ্র ইস্পাত কারখানার  শ্রমিক-কর্মচারী-অবসরপ্রাপ্তদের কোয়ার্টার লিজিং-লাইসেন্সিং থেকে বঞ্চিত করা হচ্ছে এবং কোয়ার্টারে বসবাসকারি অবসরপ্রাপ্তদের লক্ষ লক্ষ টাকা আটকে রেখে অনায্য ভাবে মোটা অংকের বাড়ী ভাড়া জোর করে কেটে নেওয়া হচ্ছে । উদ্বৃত্ত জমি বেআইনী দখলদার হাতে গেলেও , নজীর থাকালেও , সেই জমি শ্রমিক-কর্মচারী-অবসরপ্রাপ্তদের লিজ দেওয়া হচ্ছে না। বছরের পর বছর ধরে শ্রমিক-কর্মচারীদের নিদারুন পরিশ্রমের মধ্য দিয়ে  দুর্গাপুর ইস্পাত কারখানা বিপুল পরিমানে মুনাফা করলেও , একদা  সাজানো-গোছান ইস্পাতনগরী  জরাজীর্ন  হয়ে পড়েছে কর্তৃপক্ষের উদাসীনতা ও নয়া-উদার অর্থনীতিবাদী কেন্দ্রীয় সরকারের পদক্ষেপে । এই সমস্ত বিষয়ে শ্রমিক-কর্মচারী-অবসরপ্রাপ্ত ইস্পাতনগরী এবং সন্নিহিত অঞ্চলের অধিবাসিদের নিয়ে প্রবল আন্দোলন গড়ে তুলে দাবী গুলি আদায়ের জন্য  এবং অবিলম্বে দুর্গাপুর ইস্পাত ও মিশ্র ইস্পাত কারখানায় শ্রমিক ইউনিয়নদের জেবিসিকে স্বমর্যাদায় ফিরিয়ে নিয়ে আসার দাবীতে বৃহত্তর আন্দোলনর আবেদন জানিয়ে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়নের ( সিআইটিউ ) –র পক্ষ থেকে দুর্গাপুর ইস্পাত ও মিশ্র ইস্পাত কারখানার সমস্ত ট্রেড ইউনিয়ন ও গণ-সংগঠনকে চিঠি দেওয়া হয়েছে ।আজকের  সমাবেশ চলাকালীন ১০ জনের প্রতিনিধিদল কর্তৃপক্ষের সাথে সাক্ষাত করে দাবী-সম্বলিত স্মারকলিপি জমা দেয় এবং অবিলম্বে দাবীপূরনের জন্য কর্তৃপক্ষের কাছে জোড়ালো দাবী জানায় । পরে প্রতিনিধিদলের পক্ষে কমঃ বিশ্বরূপ ব্যানার্জী সমাবেশে জানান যে নাগরিক পরিষেবার বিষয়ে কর্তৃপক্ষ উপযুক্ত ব্যবস্হার আশ্বাস দিয়েছে এবং কোয়ার্টার লিজিং-লাইসেন্সিং এর বিষয়ে সংশ্লিষ্ট কমিটি রিপোর্ট পেশ করলে উপযুক্ত আলোচনার প্রতিশ্রুতি দিয়েছে । আজকের সমাবেশে বক্তব্য রাখেন কমঃ অরুণ চৌধুরী , বিজয় সাহা , মনোজ হাজরা সহ অন্যান্য নেতৃবৃন্দ । এছাড়াও বক্তব্য রাখেন সেইল এমপ্লয়িজ ফোরামের পক্ষে শ্রী অজিত দাঁ । সভাপতিত্ব করেন কমঃ বাদল মজুমদার । 

No comments:

Post a Comment