Wednesday 20 August 2014

দুর্গাপুর ইস্পাত কারখানা কর্তৃপক্ষের তুঘলকি আচরনের বিরুদ্ধে ও অবিলম্বে বিদ্যুতের মাসুলবৃদ্ধি প্রত্যহারের দাবীতে অবস্হান-বিক্ষোভে ।

                                        



দুর্গাপুর , ১৯ই আগষ্ট :আজ , ,” স্টিল টাউন ওন্ ইয়োর ওন্ হাউজ ওনার্স অ্যাসোসিয়েশন “ – এর আহ্বানে , দুর্গাপুর ইস্পাত কারখানার নগর প্রশাসনিক ভবনে দুর্গাপুর ইস্পাত কারখানার লিজ ও লাইসেন্সধারী কোয়ার্টার মালিক শয়ে শয়ে শ্রমিক-কর্মচারী ও প্রাক্তন শ্রমিক-কর্মচারী-আধিকারিক এবং তাদের পরিবারবর্গ গন-অবস্হান ও বিক্ষোভ-কর্মসূচী পালন করেন ।সেইল সহ দুর্গাপুর ইস্পাত কারখানার চরম আর্থিক দুর্দিনে , অর্থসংকট লাঘব করার জন্য , দুর্গাপুর ইস্পাতনগরীর জরাজীর্ন ও উদ্বৃত্ত কোয়ার্টারগুলিকে চড়া দামে ২০০২ সাল থেকে ধাপে ধাপে লিজ ও লাইসেন্স দেওয়া হয়। বর্তমানে , ইস্পাতনগরীর অধিকাংশ কোয়ার্টার ( ১০,৪০০ টি ) লিজ ও লাইসেন্সভূক্ত । কোয়ার্টার-বিক্রীর পর থেকেই লিজ ও লাইসেন্স হোল্ডাররা দুর্গাপুর ইস্পাত কারখানা কর্তৃপক্ষের হয়রানির শিকার হচ্ছেন । এই তালিকার সাম্প্রতিক সংযোজন হল , কোন আলোচনা ছাড়াই , চড়া হারে বিদ্যুতের মাসুলবৃদ্ধি । প্রথমে কর্তৃপক্ষ অযৌক্তিকভাবে ১লা এপ্রিল,২০১৪ থেকে  বিদ্যুৎের-মাসুল ইউনিট প্রতি ১টাকা ৭৭ পয়সার  বৃদ্ধির কথা ঘোষনা করলেও , পরে এই মাসুল-বৃদ্ধি ২০১১-১২ সাল থেকে লাগু করার কথা বলে । এরফলে , এরিয়ার বাবদও হাজার হাজার টাকা অতিরিক্ত  গুনতে হবে । লিজ ও লাইসেন্স হোল্ডারদের একটা বড় অংশই অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারী এবং চরম আর্থক সংকটে ভুগছেন । এই অবস্হায় অসহায় লিজ ও লাইসেন্স হোল্ডার এবং তাদের পরিবারবর্গ চরম সংকটে পড়েছেন । তাই , দুর্গাপুর ইস্পাত কারখানা কর্তৃপক্ষের এই তুঘলকি আচরনের বিরুদ্ধে  ও অবিলম্বে বিদ্যুতের চড়া মাসুলবৃদ্ধি প্রত্যহারের দাবীতে  ,” স্টিল টাউন ওন্ ইয়োর ওন্ হাউজ ওনার্স অ্যাসোসিয়েশন “এর আহ্বানে গন-অবস্হান ও বিক্ষোভ-কর্মসূচীতে বিপুল সমাবেশ ঘটে , বিশেষ করে মহিলাদের ।সমাবেশ চলাকালীন প্রবল ঝড়-বৃষ্টির মধ্যেও বিক্ষোভকারীরা খোলা আকাশের নীচে সভাস্হলে ভিঁজতে ভিঁজতে অবস্হান করতে থাকেন ।   সমাবেশের মাঝে  অ্যাসোসিয়েশনর এক প্রতিনিধিদল কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি জমা ও আলোচনার জন্য গেলে , কর্তৃপক্ষ আগামী সেপ্টেম্বর মাসে মিটিং করার প্রতিশ্রুতি দিয়েছেন বলে অ্যাসোসিয়েশনর পক্ষ থেকে জানানো হয় । আজকের কর্মসূচীতে বক্তব্য রেখেছেন শ্রী মনোজ হাজরা , শ্রী সিদ্ধেশ্বর শেঠ , শ্রী নির্মল মুখার্জী প্রমূখ । সভাপতিত্ব করেন শ্রী মনোজ হাজরা । 
                       

        

No comments:

Post a Comment