Friday 15 August 2014

বামফ্রন্টের আহ্বানে স্বাধীনতা দিবস উপলক্ষ্যে জাতীয় সংহতি দিবস পালনে ইস্পাতনগরীতে মিলল বিপুল সাড়া ।



দুর্গাপুর , ১৫ই আগষ্ট : আজ , ভারতের ৬৮-তম স্বাধীনতা দিবসে , বামফ্রন্টের ডাকে রাজ্যের সর্বত্র জাতীয় সংহতি দিবস পালন উপলক্ষ্যে সকাল ১১-০০ থেকে ১১-১০ মিনিট পর্যন্ত মানব-বন্ধন কর্মসূচী পালন করা হয় । এই উপলক্ষ্যে , ভারতের কমিউনিষ্ট পার্টি ( মার্কসবাদী )-র দুর্গাপুর-১এ জোনাল কমিটির পক্ষ থেকে , ইস্পাতনগরীর বি-জোনের চণ্ডীদাস বাজার মোড়ে মানব-বন্ধন কর্মসূচীতে বিপুল সমাবেশ হয় ।  বক্তব্য রাখেন কমঃ সলিল দাসগুপ্ত । ভারতের কমিউনিষ্ট পার্টি ( মার্কসবাদী )-র দুর্গাপুর-১এ জোনাল কমিটির পক্ষ থেকে অপর  মানব-বন্ধন কর্মসূচীটি পালিত হয় সেইল-আবাসন অঞ্চলে কবিগুরু মোড়ে । বক্তব্য রাখেন কমঃ স্বপন মজুমদার ।

  বিকালে , বৃষ্টিকে উপেক্ষা করে , ভারতের কমিউনিষ্ট পার্টি ( মার্কসবাদী )-র দুর্গাপুর-১বি জোনাল কমিটির পক্ষে আয়োজিত  জাতীয় সংহতি দিবস উপলক্ষ্যে এক বিশাল মিছিল আশীষ মার্কেট থেকে শুরু হয়ে ইস্পাতনগরীর এ-জোনের বিভিন্ন পথ অতিক্রম করে স্টীল মার্কেটে শেষ হয় । মিছিলে বহু মহিলা অংশগ্রহন করেন । 













No comments:

Post a Comment