Tuesday 19 August 2014

কাঁথিতে তৃণমূলের নারকীয় অত্যাচারে নিহত মহিলানেত্রী : প্রতিবাদে উত্তাল ইস্পাতনগরী ।

                       


দুর্গাপুর , ১৯ই আগষ্ট : সারা পঃ বঙ্গ জুড়ে বামপন্হীদের তৃণমূলের উপরে নারকীয় অত্যাচারে বলি হলেন কাঁথির শুনিয়া গ্রামে  নিহত “ বীরাঙ্গনা “ । তিনি  সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির নেত্রী ও   সিপিআইএম সদস্যা ছিলেন । গত ২০১১ সালের বিধানসভা নির্বাচনের পরে তৃণমূলের সন্ত্রাসে কমরেড ,” বীরাঙ্গনা “ –র স্বামী , সিপিআইএম নেতা কমরেড ব্যোমকেশ গিরি ও তাঁর ছেলে ঘরছাড়া ছিলেন । গত রবিবার , স্হানীয় তৃণমূল নেতা দেবাশীষ ভূঁইয়ার নেতৃত্বে তৃণমূলের খুনে বাহিনী ,”বীরাঙ্গনা “-কে ঘর থেকে টেনে নিয়ে নৃশংস ভাবে অত্যাচার ও লাগাতার গনধর্ষন করে হত্যা করে এবং গাছে ঝুলিয়ে দেয় । এরপরে তৃণমূলের খুনে বাহিনী পুলিশি সহায়তায় মিথ্যা অভিযোগ করে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করে । এই নৃশংস ঘটনার প্রতিবাদে , আজ সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির দুর্গাপুর ১এ জোনাল কমিটির ডাকে ইস্পাতনগরীর বি’জোনের চন্ডীদাস বাজার মোড়ে এক বিশাল পথসভা হয় । বক্তব্য রাখেন সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির পঃ বঙ্গ রাজ্য কমিটির সদস্যা কমঃ আল্পনা চৌধুরী ও গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব কমঃ স্বপন মজুমদার । সভাপতিত্ব করেন কমঃ শুভ্রা গাঙ্গুলী ।







No comments:

Post a Comment