Sunday 31 August 2014

ইস্পাতনগরীতে পালিত হল গণ–আন্দোলনের শহীদ দিবস ।

দুর্গাপুর , ২৭শে আগষ্ট : আজ , ইস্পাতনগরীতে পালন করা হল গণ – আন্দোলনের শহীদ দিবস । ১৯৫৯ সালে খাদ্যের দাবীতে , কমিউনিষ্ট পার্টি ও বামপন্হী দলগুলির ডাকে আন্দোলনরত মানুষের উপরে লাঠি-বন্দুক নিয়ে ঝাঁপিয়ে পড়ে কংগ্রেসর মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়ের খুনে-পুলিশ এবং ৮০ জন নিরস্ত্র মানুষকে অবলীলায় ঠান্ডা মাথায় খুন করে এবং ৩০০০ এর বেশী মানুষকে আহত করে । ৩ দিনে কংগ্রেসর মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়ের খুনে-পুলিশ ও কং গুন্ডাদের হাতে ২১৫ জন মারা যায় ।  ১৯৭৮ সাল থেকে বামফ্রন্টের পক্ষ থেকে এইদিনটি  গণ – আন্দোলনের শহীদ দিবস হিসাবে পালন করা হয় ।   সকালে , ভারতের কমিউনিষ্ট পার্টি ( মার্কসবাদী )-র দুর্গাপুর ১এ ও ১বি জোনাল কমিটির   উদ্যোগে মূল অনুষ্ঠানটি পালিত হয় আশীষ – জব্বর ভবনে । রক্তপতাকা উত্তোলন করেন ভারতের কমিউনিষ্ট পার্টি ( মার্কসবাদী )-র বর্ধমান জেলা কমিটির সদস্য কমঃ সন্তোষ দেবরায় । শহীদবেদীতে মাল্যদান করেন ভারতের কমিউনিষ্ট পার্টি ( মার্কসবাদী )-র  বর্ধমান জেলা কমিটির সদস্য কমঃ সন্তোষ দেবরায় , নির্মল ভট্টাচার্য , আল্পনা চৌধুরী ও লাল্টু সেনগুপ্ত সহ দুই জোনাল কমিটির সদস্যবৃন্দ এবং আঞ্চলিক কমিটির সদস্যবৃন্দরা ।

এই দিন গলসী বাজারে উদয়ন সংঘের মাঠে গণ – আন্দোলনের শহীদ দিবস উপলক্ষ্যে রক্তপতাকা রক্তপতাকা উত্তোলন করেন ভারতের কমিউনিষ্ট পার্টি ( মার্কসবাদী )-র বর্ধমান জেলা কমিটির সদস্য ও প্রাক্তন সাংসদ কমঃ সাইদুল হক । শহীদবেদীতে মাল্যদান করেন ভারতের কমিউনিষ্ট পার্টি ( মার্কসবাদী )-র  বর্ধমান জেলা কমিটির সদস্য কমঃ সাইদুল হক , সারা ভারত গনতান্ত্রিক মহিলা সমিতির বর্ধমান জেলা কমিটির সম্পাদিকা কমঃ মনিমালা দাস , কমঃ শিশির কেশ , মোস্তাফা হুসেন , সাইফুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ । প্রবল বৃষ্টি উপেক্ষা করে উপস্হিত বিশাল সমাবেশে বক্তব্য রাখেন কমঃ সাইদুল হক । সভায় সভাপতিত্ব কমঃ শিশির কেশ । 

No comments:

Post a Comment